LSG-র ২৭ কোটি টাকা উসুল করে দিলেন ঋষভ পন্ত। দেরিতে হতেও শেষ পর্যন্ত মরশুমের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের জার্সি গায়ে প্রথম শতরান করলেন দলের অধিনায়ক ঋষভ পন্ত। এলএসজি-র জার্সি গায়ে প্রথম শতরান করার পরে বিশেষভাবে সেলিব্রেশন করেন পন্ত। একেবারে ভল্ট দিয়ে শতরান উদযাপন করেন তিনি।
LSG-র জার্সি গায়ে প্রথম শতরান করে ঋষভের বিশেষ সেলিব্রেশন (ছবি : এক্স)
LSG-র ২৭ কোটি টাকা উসুল করে দিলেন ঋষভ পন্ত। দেরিতে হতেও শেষ পর্যন্ত মরশুমের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের জার্সি গায়ে প্রথম শতরান করলেন দলের অধিনায়ক ঋষভ পন্ত। এলএসজি-র জার্সি গায়ে প্রথম শতরান করার পরে বিশেষভাবে সেলিব্রেশন করেন পন্ত। একেবারে ভল্ট দিয়ে শতরান উদযাপন করেন তিনি। দেখুন সেই বিশেষ মুহূর্তটি-
ঋষভ পন্ত মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে নিজের প্রথম লখনউ সুপার জায়ান্টস (LSG) আইপিএল শতরান উদযাপন করলেন এক বিশেষ কায়দায়। স্যালট দিয়ে শতরান সেলিব্রেট করলেন তিনি! একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পন্ত এক প্রকার আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে মাত্র ৫৪ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন।
নম্বর ৩-এ ব্যাট করতে নামা ঋষভ পন্ত ৫৪ বলে শতরান পূর্ণ করেন, যার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছয়ের মাধ্যমে। অপর প্রান্তে সদা নির্ভরযোগ্য মিচেল মার্শ দারুণভাবে তাকে সহায়তা করেন।
এই শতরানটি ছিল পন্তের আইপিএল কেরিয়ারের দ্বিতীয়। এর আগে ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে অপরাজিত ১২৮ রান করেছিলেন। তবে লখনউ সুপার জায়ান্টসের হয়ে এটিই তার প্রথম শতরান এবং একই সঙ্গে এই ইনিংসটি এলএসজি’র ইতিহাসে দ্রুততম শতরান।
১৮তম ওভারের পঞ্চম বলে ভুবনেশ্বর কুমারকে কভার অঞ্চলে দুর্দান্ত এক শটে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ঋষব পন্ত। এরপরেই পুরো এলএসজি ডাগআউটের উচ্ছ্বাসের মাঝেই পন্ত নিজস্ব ভঙ্গিতে একটি স্যালট দিয়ে উদযাপন করেন তার এই অসাধারণ ইনিংস।
ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যেখানে ভক্তেরা প্রশংসা করছেন পন্তের ফিরে আসার মানসিকতা এবং উদ্যম মেজাজ নিয়ে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত ২০ ওভারে তন উইকেটে ২২৭ রান তোলে। মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন।ঋষভ পন্ত ৬১ বলে ১১৮ রানের ইনিংস খেলেন, এই সময়ে তিনি ১১টি চার ও ৮টি ছক্কা হাঁকান। নিকোলাস পুরান ১০ বলে করেন ১৩ রান।