বর্তমানে সোশ্যল মিডিয়াতে একটি বেশ ভাইরাল হচ্ছে যেটি মনে করা হচ্ছে ইডেন গার্ডেন্সের। এই ভিডিয়োতে LSG-র সোশ্যাল মিডিয়া অ্যাডমিন শুভম গৌরকে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ইডেনের বিশেষ বক্সে দাঁড়িয়ে রয়েছেন শুভম গৌর এবং গ্যালারি থেকে এক KKR ভক্ত তাঁকে ধমকি দিচ্ছেন।
গোয়েঙ্কার দলের অ্যাডমিনের সঙ্গে নাইট ভক্তের ঝামেলা (ছবি- এক্স স্ক্রিন গ্র্য়াব)
LSG Admin Shubham Gaur Fight with KKR Fan: ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া অ্যাডমিন শুভম গৌরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের এক ভক্তের মধ্যে ঝামেলা দেখা গেল। একটা সময় শুভম গৌরকে মারার জন্য আক্রমণাত্মক হয়ে ওঠেন নাইট ভক্ত। এই ঝামেলা ইডেন গার্ডেন্সের গ্যালারিতে দেখা যায়।
আসলে বর্তমানে সোশ্যল মিডিয়াতে একটি বেশ ভাইরাল হচ্ছে যেটি মনে করা হচ্ছে ইডেন গার্ডেন্সের। এই ভিডিয়োতে LSG-র সোশ্যাল মিডিয়া অ্যাডমিন শুভম গৌরকে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ইডেনের বিশেষ বক্সে দাঁড়িয়ে রয়েছেন শুভম গৌর এবং গ্যালারি থেকে এক KKR ভক্ত তাঁকে ধমকি দিচ্ছেন। এই ভিডিয়োটি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘ইডেন গার্ডেন্সে শুভম গৌর এবং এক KKR ভক্তের মধ্যে ‘লফড়া’।’
এরপরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের মতো ছড়িয়ে যায়। সকলে জানতে চান এর পিছনের আসল কারণটা কী? যদিও পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না, তবে যিনি এই ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি জানান, ‘আমি পুরো ঘটনা দেখিনি—আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি একটা ঝামেলার মতো কিছু হচ্ছে। কেউ বলছিল, মজার ছলে ব্যান্টার চলছিল, পরে সেটা সিরিয়াস হয়ে যায়। আবার কেউ বলছিল, শুভম যখন জার্সি ছুঁড়ে দিচ্ছিল, তখন একটা জার্সি গিয়ে কারও মাথায় লাগে।’
এর মাঝেই ইডেন গার্ডেন্সের শুভম গৌরের আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়, যেখানে শুভম গৌরকে LSG জার্সি ও পতাকা ফ্রি-তে বিলি করতে দেখা যায়। এক দর্শক তাঁকে এসে বলে যে, সে শুভমের ফ্যান। শুভম তাঁকে একটি LSG জার্সি দেন, তবে বলেন যে তাঁকে তা KKR-এর কিটের উপর পরে সেলফি তুলতে হবে, আর সেই দৃশ্য রেকর্ড করা হবে কনটেন্ট তৈরির জন্য। সেলফি তোলার পর সেই ব্যক্তি জার্সিটা খুলে ফেলেন।
এই ঘটনাটা শেয়ার করে বলা হয় যদি ভবিষ্যতে এর কোনও ভিডিও বা কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় এবং সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে ভিন্নরকম বিভ্রান্তিকর ধারণা ছড়ানো হয়। ইডেনে লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে গ্যালারিতে এমনই কিছু দৃশ্য দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে সেখান থেকেই এই ঝামেলার সুত্রপাত। এরপরে সেটি হয়তো বড় আকার নেয়।