
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে না নেমেই ইতিহাস গড়ে ফেলেছে আমেরিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকেই সকলকে চমকে দিয়ে তারা সুপার আটে জায়গা করে নিয়েছে। এই গ্রুপ ‘এ’ থেকে আগেই সুপার আটে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দল হিসেবে পৌঁছল আমেরিকা। যার জেরে ছিটকে যেতে পাকিস্তানকে। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল আমেরিকা।
আরও পড়ুন: বৈষ্ণো দেবীর পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলা, গর্জে উঠলেন পাক তারকা ক্রিকেটার, স্ত্রীর প্রভাব?
আমেরিকা এবং ভারতের কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছিল গত বারের রানার্স পাকিস্তান। প্রতিযোগিতার সুপার এইটে পাকিস্তানকে পৌঁছতে হলে, তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত। একই সঙ্গে শুক্রবার আইরিশদের কাছে হারতে হত আমেরিকাকেও। সে ক্ষেত্রে দু'দলেরই পয়েন্ট হত ৪। নেট রান রেটে আমেরিকাকে টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত পাকিস্তানের। কিন্তু আয়ারল্যান্ড এবং আমেরিকার ম্যাচটি ভেস্তে যাওয়ায়, এক এক করে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ৫ পয়েন্ট নিয়ে আমেরিকা পরের রাউন্ডে চলে যায়। এই পয়েন্টে পৌঁছানো পাকিস্তানের পক্ষে আর সম্ভব নয়।
আরও পড়ুন: ভারতের কোচের পদটা পুরো আলাদা- দ্রাবিড়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গম্ভীরকে নিয়ে বড় দাবি কুম্বলের
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাতিলের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমেরিকার সহ-অধিনায়ক অ্যারন জোন্স দাবি করেছেন, তারা বিশ্বের যে কোনও টিমকে হারাতে পারে।
জোন্স বলেছেন যে, ‘সুপার আটের চ্যালেঞ্জ নিয়ে আমরা অবশ্যই উত্তেজিত। গত দুই সপ্তাহে আমরা দেখিয়েছি যে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আইসিসি-র পূর্ণ সদস্য দেশদের হারাতেও পারি। সত্যি কথা বলতে কী, বেশির ভাগ মানুষই আমেরিকান ক্রিকেটে তেমন মনোযোগ দেননি। আমাদের মধ্যে কতটা প্রতিভা আছে এবং আমাদের খেলোয়াড়রা কতটা ভালো পারফরম্যান্স করতে পারে, তা হয়তো গোটা বিশ্ব আগে জানত না।’
আরও পড়ুন: ৪-৯-৪- দুরন্ত বোলিং ফিগার আর্শের, ইতিহাস গড়ে ভাঙলেন অশ্বিনের ১০ বছর আগের রেকর্ড
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এটা আমাদের জন্য একটু উপকারই হয়েছে। অবশ্যই যে কোনো দিনে, আমরা যদি সঠিক ক্রিকেট খেলতে পারি, তবে আমরা নিশ্চিত ভাবে বিশ্বের যে কোনও দলকে হারাতে পারব।গত দুই বছর ধরে আমরা বিশ্বকাপে খেলার কথা বলে আসছি, পাশাপাশি পূর্ণ সদস্যের দেশগুলোর বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলা এবং একই ধরনের বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা এখানে ভালো করেছি এবং সুপার আটে প্রবেশ করাটা দারুণ।’
আমেরিকা তাদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে দেয়। তবে তারা আসল চমক দেয় বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে। এর পরেই তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। ভারতের কাছে অবশ্য আমেরিকা হারে। কিন্তু তারা ভালো লড়াই করেছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি তো বৃষ্টিতে ভেস্তেই গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports