সিরিজের প্রথম বেসরকারি টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচিয়ে নেয় ভারতীয়-এ দল। ইংল্যান্ড লায়ন্সকে দ্বিতীয় বেসরকারি টেস্টে একতরফাভাবে পরাজিত করেন অভিমন্যু ঈশ্বরনরা। এবার তৃতীয় বেসরকারি টেস্টে ফের চাপ কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করল ভারতীয়-এ দল। সৌজন্যে আকাশ দীপ ও যশ দয়াল জুটির দাপুটে বোলিং এবং ব্যাট হাতে সাই সুদর্শন ও তিলক বর্মার পালটা লড়াই।
আমদাবাদে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনের শেষে রীতিমতো কোণঠাসা ছিল ভারতীয়-এ দল। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে। দেবদূত পাডিক্কাল ৬৫ ও সরাংশ জৈন ৬৪ রানের লড়াকু ইনিংস খেলেন। ইংল্যান্ড লায়ন্সের ম্য়াথিউ পটস ৬টি ও ব্রাইডন কার্স ৪টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স প্রথম দিনেই ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলে ফেলে। অর্থাৎ ৯ উইকেট হাতে নিয়ে মাত্র ৯৪ রানে পিছিয়ে ছিল তারা। তবে দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড লায়ন্সের ব্যাটিং লাইনআপ। তারা প্রথম ইনিংসে ১৯৯ রানে অল-আউট হয়ে যায়।
ওপেনার অ্যালেক্স লিস দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন। এছাড়া ৩১ রান করেন অলিভার প্রাইস। ক্যাপ্টেন জোশ বোহানন করেন ১০ রান। ব্রাইডন কার্স ১৫, জেমস কোলস ১৩, ড্যান মাউসলি ১৩, ম্যাথিউ পটস ১১ ও কিটন জেনিংস ১৭ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- AUS vs WI 1st ODI: হাফ-সেঞ্চুরি স্মিথ-গ্রিন-ইংলিসের, অজিদের ত্রিফলায় বিদ্ধ ক্যারিবিয়ান দল
আকাশ দীপ ২১ ওভারে ৭টি মেডেন-সহ ৫৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ১৭ ওভার বল করে ৮টি মেডেন-সহ মাত্র ৩২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন যশ দয়াল। ১৫ ওভার বল করে ২টি মেডেন-সহ ৫৩ রান খরচ করে ১টি উইকেট নেন আর্শদীপ সিং। শামস মুলানি ৬.৩ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ৫ ওভারে ২৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি সরাংশ জৈন।
প্রথম ইনিংসের নিরিখে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারতীয়-এ দল। তারা দ্বিতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে। অর্থাৎ, ভারতীয়-এ দল আপাতত এগিয়ে রয়েছে ১৪১ রানে। তাদের হাতে রয়েছে ৭টি উইকেট।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রান পেলেন না ফর্মে থাকা পূজারা, প্রেরককে নিয়ে সৌরাষ্ট্রের মান বাঁচালেন জাদেজা
সেট হয়েও উইকেট দিয়ে আসেন অভিমন্যু ঈশ্বরন ও দেবদূত পাডিক্কাল। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিলক বর্মা। ইতিমধ্যেই অর্ধশতরানের গণ্ডি টপকেছেন সাই সুদর্শন। ক্যাপ্টেন অভিমন্যু ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২২ রান করে আউট হন। পাডিক্কাল ৫টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২১ রান করে মাঠ ছাড়েন। তিলক বর্মা ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে ৪৬ রান করে ক্রিজ ছাড়েন।
সাই সুদর্শন ৫টি বাউন্ডারির সাহায্যে ১৪১ বলে ৫৪ রান করে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৩টি উইকেটই তুলে নেন জেমস কোলস।