রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রোমাঞ্চকর চার উইকেটের জয়ের পরে দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর সাফ দাবি, রোহিত কত ভালো অধিনায়ক, সেটা তাঁর ঝোলায় থাকা ট্রফিগুলোই প্রমাণ।
রোহিতের প্রশংসায় পঞ্চমুখ অক্ষর
রোহিতের নেতৃত্বের প্রশংসা করে অক্ষর বলেছেন, ‘অধিনায়কত্বের কথা বললে, স্পষ্টতই তিনি জানেন কোন খেলোয়াড়কে কোথায় ব্যবহার করতে হবে। আর এটাই একজন ভালো অধিনায়কের গুণ। হাত মে ট্রফি হ্যায় (ওঁর হাতে ট্রফি আছে)। ওঁর আর কী প্রশংসা দরকার? তিনি ভারতকে দু'বার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছে।’
আরও পড়ুন: Champions Trophy জয়ের এক দিন পর অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা জাদেজার
হিটম্যানের লড়াকু মেজাজ
ভারত এই নিয়ে তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল। এটা রেকর্ড। ভারত ছাড়া আর কোনও টিম তিন বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি। অস্ট্রেলিয়া দু'বার চ্যাম্পিয়ন হয়েছে। এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবং প্রতিটি ম্যাচে রোহিতের কৌশলী নেতৃত্ব এবং আক্রমণাত্মক মানসিকতা সকলের নজর কেড়েছে। আবার ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন হিটম্যান। ফাইনাল ম্যাচেই দুবাইয়ের মন্থর পিচে ২৫২ রান তাড়া করতে নেমে রোহিত ৮৩ বলে ৭৬ রান করেন। এবং তাঁর এই ইনিংসই ভারতের জয়ের রাস্তা মসৃণ করে।
রোহিতের অবসর জল্পনা
ভারতীয় ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পরেও, টিম ইন্ডিয়ার ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা হল রোহিত শর্মার অবসর নিয়ে! চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে রোহিত পরিষ্কার করে বলে দিয়েছেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফর্ম্যাট (একদিনের ক্রিকেট বা ODI) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনও জল্পনা ছড়িয়ে না পড়ে।’
আরও পড়ুন: আনফিট তকমাকে বুড়ো আঙুল,Champions Trophy-র ফাইনালে ম্যাচের সেরা হয়ে ইতিহাস অধিনায়ক রোহিতের
২০২৭ বিশ্বকাপ খেলবেন বারত অধিনায়ক?
সোমবার জিওহটস্টারের একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘এই মুহূর্তে জীবন যেমনটা চলছে, বা যা কিছু ঘটছে, সেই স্রোতেই নিজেকে ভাসিয়ে রেখেছি। এখনই আমার পক্ষে অদূর ভবিষ্যতের কথা ভাবাটা সম্ভব হচ্ছে না। এই মুহুর্তে, আমার লক্ষ্য হল, মনোযোগ দিয়ে ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। আমি এখনই বলতে পারব না যে, ২০২৭ বিশ্বকাপে খেলব বা খেলব না।’