চতুর্থ টেস্টের আগে ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেল টিম ইন্ডিয়া, সামনে এল ছবি। ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। আসন্ন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের আগে টিম ইন্ডিয়া রবিবার ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেল। ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে।
দলের যেসব খেলোয়াড়দের আগমন চোখে পড়েছে, তাদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্ত এবং দুই ওপেনার কে এল রাহুল ও যশস্বী জসওয়াল। এছাড়া বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন, ডান-হাতি ব্যাটার করুণ নায়ার, অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরন এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেও এই ছবিতে দেখা গেছে। তাদের সকলকে ম্যাঞ্চেস্টারে নামতে দেখা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আরও কিছু খেলোয়াড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তাঁদের মধ্যে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর সহ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল।
গতিতে ভরসা জোগানো পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ এবং আর্শদীপ সিং-এর পাশাপাশি বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবকেও দলের সঙ্গে দেখা গিয়েছে। লর্ডস-এ তৃতীয় টেস্টে মাত্র ২২ রানে হেরে যাওয়ার পর পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। শেষ ইনিংসে রবীন্দ্র জাদেজা ও লোয়ার অর্ডারের লড়াই সত্ত্বেও ১৯৩ রান তাড়া করতে গিয়ে হেরে যায় ভারতীয় দল। এখন ম্যাঞ্চেস্টারের ম্যাচ জিতে সিরিজে ফিরতে চাইবে টিম ইন্ডিয়া। এই অবস্থায় ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতীয় দলের কম্বিনেশন কী হবে সেটাই এখন দেখার।
ভারতীয় দল:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), যশস্বী জসওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।