অভিষেক শর্মার বাবা রাজ কুমার কখনও আইপিএলে স্টেডিয়ামে ছেলের লাইভ খেলা দেখেননি। তবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড জয়ের ম্যাচের আগে পর্যন্ত তিনি ‘কুসংস্কারে’ আটকে ছিলেন। তবে ছেলের প্রথম ম্যাচ দেখতে এসেই এক ঝড়ের সাক্ষী থাকলেন অভিষেকের বাবা। ২৪ বছর বয়সী অভিষেক পঞ্জাব বোলারদের বিরুদ্ধে যেভাবে দক্ষযজ্ঞ চালিয়েছেন, তা দেখে বিস্মিত রাজ কুমার। এর পর হয়তো কেটে গিয়েছে তাঁর কুসংস্কারও, যা বছরের পর বছর ধরে তিনি মেনে চলেছিলেন।
চলতি মরশুমে এসআরএইচের দ্বিতীয় জয়ের ম্যাচে অভিষেক মাত্র ৫৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ক্রিস গেইলের ১৭৫ ও ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের পর আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সেরা। এবং এটি কোনও ভারতীয় ব্যাটারের খেলা সর্বোচ্চ ইনিংস।
আরও পড়ুন: পুরানের ছয়ে রক্তাক্ত দর্শক, যেতে হল হাসপাতালে, LSG-র জয়ের পর মাতলেন সেলিব্রেশনে
‘৩০ সেকেন্ড নিজেকে দোষ দিচ্ছিলাম…’
ম্যাচের পর টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়ে রাজ কুমার জানান যে, এই প্রথম তিনি তাঁর ছেলেকে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে খেলতে দেখলেন। তিনি আরও প্রকাশ করেছেন, তাঁর কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের কারণে তিনি কখনও ছেলের খেলা দেখতে মাঠে আসেননি। এমন কী চতুর্থ ওভারে এসআরএইচ ওপেনার যখন ডিপ পয়েন্টে ধরা পড়েছিলেন, তখন তিনি নিজেকে দোষারোপ করতে শুরু করেছিলেন, তবে আম্পায়ার এটিকে নো-বল-এর সঙ্কেত দেওয়ায়, তিনি চাপ থেকে মুক্তি পেয়েছিলেন।
অভিষেক শর্মার বাবা বলেছেন, ‘আমি কুসংস্কারাচ্ছন্ন। আমি ভাবতাম, আমি থাকলে ও ভালো করতে পারবে না। এমন কী গত রাতে (শনিবার রাতে) যখন ও নো বলে আউট হল, ওই ৩০ সেকেন্ডের জন্য আমি নিজেকে দোষারোপ করতে শুরু করলাম। এর পরই দর্শকদের মধ্যে ছক্কা আসতে শুরু করে। আমি ওর পুরো নক দাঁড়িয়েছিলাম।’
‘আমি একটু দ্বিধায় ছিলাম…’
আইপিএলে সানরাইজার্স এবং অভিষেকের শুরুটা যদিও ভালো হয়নি। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবলের তলানিতে অবস্থান করছিল হায়দরাবাদের টিম। অন্যদিকে অভিষেক শর্মা প্রথম পাঁচ ইনিংসে মাত্র ৫১ রান করেছিলেন। তবে শনিবার ফর্মে ফেরেন দু'জনেই।