ইংরেজভূমে রাজকীয় মেজাজে ‘পঞ্জাব দা পুত্তর' শুভমন গিলের ২৬৯ রানের ঝকঝকে ইনিংস মন ছুঁয়েছে বহু ক্রিকেটপ্রেমীর। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে, ভারতের এই নয়া অধিনায়কের দাপুটে ইনিংসে ভর করেই কার্যত ম্যাচে এখনও পর্যন্ত চালকের আসনে ভারত। স্কোরবোর্ডে ৫৮৭র অঙ্ক নিয়ে ফিল্ডিং করতে নেমে বোলিংএও ভেল্কি দেখিয়েছেন ভারতের সিরাজ, আকাশদীপরা। এদিকে, ইংল্যান্ডের ম্যাচ ঘিরে যখন শুভমন-চর্চা তুঙ্গে, তখনই ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে গিলের ছোটবেলার এক ভিডিয়ো।
বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, সুনীল গাভাসকার, ক্রিকেট বিশ্বের তিন রথী, মহারথীর রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ডের বুকে গিলের ২৬৯ রানের ইনিংস। এই ইনিংস নিয়ে স্বভাবতই চর্চা তুঙ্গে ক্রিকেট আঙিনায়। এরই মাঝে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে আসে কিশোর অবস্থার শুভমন গিলের এক ভিডিয়ো। ভিডিয়োয় শুভমনকে দেখা যায় টেস্ট ক্রিকেট নিয়ে তাঁর মনোভাবের কথা বলতে। কিশোর শুভমন গিল সেদিন কী বলেছিলেন?
ভিডিয়োয় দেখা যায় শুভমন বলছেন,' এটা তো মাথায় রাখতেই হবে যে যদি টেস্ট ক্রিকেটে তাড়াতাড়ি আউট হয়ে যান, তাহলে সারাদিন আপনাকে বাইরেই বসতে হবে। আর কিছু হবে না। তাতে কিছুই পাওয়া যাবে না। যতক্ষণ ক্রিজে আছেন, ততক্ষণই আপনি রান করতে পারবেন। বাইরে বসে তো আর রান হবে না।' ক্রিকেট নিয়ে সেদিন বহু কিছু বলেছিলেন গিল। ‘লুজ বল’ খেলার ধরণ থেকে নিজের টার্গেট নিয়ে কথা বলেছিলেন পঞ্জাবের ভূমিপুত্র শুভমন। আর বক্তব্যের শেষে শোনা যায় গিল বলছেন,'আমার টার্গেট ইন্ডিয়ার হয়ে খেলা'। এরপরই ভিডিয়োতে দেখা যায় ইংল্যান্ডের মাঠে গিলের সাফল্যের উদযাপন, যে দৃশ্যে গিলের হেলমেটে থাকা ভারতের জাতীয় পাতাকার ছবিও স্পষ্ট হয়ে ওঠে।