India vs England 2nd Test: সরফরাজ খান নাকি রজত পাতিদার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কে? বর্তমানে ক্রিকেট দুনিয়ায় এই প্রশ্নটাই ঘুরছে। সরফরাজ খান রজত পাতিদারের বিষয় নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়ার্স।
সরফরাজ খান নাকি রজত পাতিদার, কে খেলবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট
সরফরাজ খান নাকি রজত পাতিদার, শুক্রবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কে? বর্তমানে ক্রিকেট দুনিয়ায় এই প্রশ্নটাই ঘুরছে। আসলে দীর্ঘ দিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন সরফরাজ খান। দীর্ঘ পরিশ্রমের পর টেস্ট দলে জায়গা পেয়েছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। তবে, দলে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন রজত পাতিদার। কেএল রাহুলের চোটের কারণে ভারতীয় দলে চার নম্বর জায়গাটি খালি রয়েছে। বিরাট কোহলি তৃতীয় টেস্টে দলে ফিরে আসবেন, তাই এই দুজনের মধ্যে যে কোনও একজনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে যেই সুযোগ পান, তিনি এটির সদ্ব্যবহার করতে চাইবেন।
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে কে খেলবেন? সরফরাজ খান নাকি রজত পাতিদার? এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়ার্স। তিনি আশা করছেন, বিশাখাপত্তনম টেস্টে সরফরাজ খানকেই প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হতে পারে। এর কারণ হিসাবে তিনি বলেছেন ঘরোয়া ক্রিকেটে সরফরাজের ধারাবাহিক ভাবে ভালো খেলছেন। সেই কারণেই সরফরাজের প্রশংসা করেছেন ডি'ভিলিয়ার্স। ৬৬টি প্রথম শ্রেণির ম্যাচে, ২৬ বছর বয়সি ৬৯.৮৫ গড়ে এবং ৭০.৪৮ এর স্ট্রাইক রেটে ৩৯১২ রান করেছেন। এর মধ্যে তিনি ১৪টি সেঞ্চুরি এবং ১১টি অর্ধশতকও করেছেন।
নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলতে গিয়ে সরফরাজ খানকে নিয়ে এবি ডি'ভিলিয়ার্স বলেন, ‘এই বিষয়টা ভেবেই আমার খুবই ভালো লাগছে যে, তিনি জাতীয় দল থেকে ডাক পেয়েছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে তাঁর রেকর্ড অসাধারণ। অবশ্যই আমি মনে করি যে তিনিই এটার জন্য যোগ্য। তিনি ৬৬টি ইনিংস খেলেছেন, ৩৯১২ রান করেছেন এবং তার গড় ৬৯.৮৫। ১৪টি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতরান করেছেন তিনি। তাই তাঁর সুযোগ পাওয়াটাই স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘এটা খুব, খুব ভালো প্রথম-শ্রেণির রেকর্ড। আমি জানি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে এটি একটি বড় জাম্প, আমি আশা করি সে সুযোগ পাবে, রজত পাতিদারও ভালো খেলছে।’