ভারতীয় দলের বর্তমানে সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম ঋষভ পন্ত। প্রথম টেস্টে দুই ইনিংসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান ছিল পন্তের। যদিও প্রথম টেস্টে টিম ইন্ডিয়া হার বাঁচাতে পারেনি বোলারদের ব্যর্থতায়। আবার দ্বিতীয় টেস্টে পন্ত তেমন কিছু করে দেখাতে না পারলেও ভারতীয় দলের জয় থেমে থাকেনি গিলের অনবদ্য পারফরমেন্স এবং বোলারদের তৎপরতায়।
এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনই ঋষভ পন্তকে দিলেন বড় বার্তা। পন্তের আগ্রাসী ক্রিকেটের কথা সকলেরই জানা। কিন্তু টেস্টে সাফল্য পেলে গেলে যে আগ্রাসনের সঙ্গে ভালো ডিফেন্সও দরকার। ২৭ বছর বয়সী ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে ইংল্যান্ডের মতো সেনা দেশে কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেটাও শিখিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
এজবাস্টনে পন্ত একটা হাফ সেঞ্চুরি করেছিলেন। তিনি প্রথম এশিয়ান উইকেটকিপার হিসেলে টেস্টে ২০০০ রানের নজিরও গড়েন। ভারতীয় দলের যখন রানের দরকার লাগে দ্রুত গতিতে তখন ভরসা পন্তই, কিন্তু যখন দলের ডিফেন্সের দরকার লাগে, তখন আবার পন্তকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন কোচ, অধিনায়করা। এই পরিস্থিতিতে পন্তের কীভাবে রিয়্যাক্ট করা উচিত, সেটা বলতে গিয়েই অশ্বিন বলছিলেন তাঁকে তাঁর ডিফেন্স আরও মজবুত করতে হবে।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি চাইব যে ঋষভ পন্ত নিজের সেরাটা দিক। আমরা চাই ও আমাদের মনরোঞ্জন করুন। কিন্তু আমাদের উপভোগ্য ক্রিকেট উপহার দিয়েও ও কখনও কখনও দলের প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতেই পারে। পন্ত কিন্তু এখন আর ভারতীয় দলে নবাগত নন, তাই ওর যে স্ট্যান্ডার্ড। সেই মান অনুযায়ী ওর থেকে পারফরমেন্স আশা করি ’ ।
এরপর পন্তকে নিয়ে অশ্বিন বড় মন্তব্য করেই বলেন, ভারতীয় উইকেটরক্ষকের সঙ্গে কিন্তু অ্যাডাম গিলক্রিস্টের তুলনা করা যায় না। অজি কিংবদন্তি এবং পন্তের তুলনা টেনে অশ্বিন বলছেন, ‘ও অসাধারণ ক্রিকেটার, কিন্তু ও অ্যাডাম গিলক্রিস্ট নন। অনেকে ওকে গিলক্রিস্টের সঙ্গে তুলনা করে। কিন্তু ওর অতটাও ভালো ডিফেন্স নেই। পন্তের ভালো মানের ডিফেন্স আছে, ওর সঙ্গে অনেক তারকা ব্যাটারের তুলনা টানা যায়, তবে গিলক্রিস্টের সঙ্গে তুলনা করা উচিত নয়। পন্ত নিজের মতো করেই খেলতে জানে ’।