ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমন গিল এবারের চলতি ইংল্যান্ড সিরিজে পুরো তেল খাওয়া মেশিনের মতো দৌড়াচ্ছেন। ইতিমধ্যেই দুই টেস্ট মিলিয়ে ৫৮৫ রান করে ফেলেছেন টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক। ডানহাতি এই ব্যাটারের গড় এবারের ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত ১৪৬, এসেছে ব্যাট থেকে দুটি শতরান এবং একটি দ্বিশতরানও। ইতিমধ্যেই এক নয়, একাধিক রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আরও রেকর্ড গড়ার হাতছানি রয়েছে গিলের কাছে, যদি ইংলিশ বোলাররা তাঁকে রুখতে না পারে।
সাংবাদিক সম্মেলনে বরাবরই বিদেশি মিডিয়ার চেষ্টা থাকে প্রতিপক্ষ দলের অধিনায়ককে একটু বিরক্তিকর প্রশ্ন করে, তাঁকে চাপের মধ্যে ফেলে দেওয়ার। শুভমন গিল সম্প্রতি ভারতীয় দলের অধিনায়কত্বের পদ নেওয়ার পর তাঁর কাছেও অনেকরকমেরই প্রশ্ন উঠে এসেছে। যদিও রবিচন্দ্রন অশ্বিন, গিলের আচরণে মুগ্ধ। তিনি বলছেন, যেভাবে গিল নিজের ধৈর্য্য দেখাচ্ছে মিডিয়ার সামনে, আর নিজের আসল রূপই বজায় রাখার চেষ্টা করছে, সেটা খুবই ভালো দিক।
রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘শুভমন খুবই সাধারণভাবে কথা বলে। আমি ওর সাংবাদিক সম্মেলন দেখছিলাম, আর আমি বুঝতে পারলাম যে ও কোনওরকম শো অফ করছে না। ও যেরকম মানুষ, সেরকমভাবেই ও কথা বলছে। নিজের যেরকম দক্ষতা, স্বভাব রয়েছে, সেই মতো করেই ও ওর দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে ’।
অশ্বিন আরও বলছেন, ‘বিদেশ সফরের ক্ষেত্রে বিদেশি মিডিয়ারা চেষ্টা করে প্রতিপক্ষ দলের অধিনায়ককে টার্গেট করতে, আর তাঁর মনোবল ভাঙতে। কারণ অধিনায়কের মনোবল ভেঙে গেলে, দলের মনোবলও ভাঙতে বাধ্য। সেক্ষেত্রে অধিনায়ক খেই হারিয়ে ফেললে গোটা দলেরই ছন্দে ব্যাঘাত ঘটবে। আমি যেটা দেখেছি, এমন অনেক ক্রিকেটারই রয়েছে যারা মিডিয়ার সামনে কি বলতে হবে, কতটা বলতে হবে, সেটার পাঠ নিয়ে সাংবাদিক সম্মেলন করে। কিন্তু শুভমন গিলের ক্ষেত্রে বিষয়টা একইরকম নয়। ওকে দেখে মনে হয়, ও সেটাই করে যেটা ও বিশ্বাস করে ’।