বয়স তাঁর অত্যন্ত কম কিন্তু তাতে কি? অল্প বয়সেই তাক লাগালেন তিনি। ভেঙে দিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের ২৪ বছর পুরনো রেকর্ড। শুধু যুবরাজ সিং নয়, তিনি একভাবে ভাঙলেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ডও। শতরান বা দ্বিশতরান নয়, করে ফেললেন একেবারে ৪০০ রান। কোচবিহার ট্রফির ফাইনালে ব্যাট হাতে এরকমই একটি দুর্দান্ত নজির গড়লেন কর্ণাটকের এক ১৮ বছর বয়সী ক্রিকেটার প্রখর চতুর্বেদী। ৬৩৮ বল খেলে অপরাজিত থাকেন ৪০৪ রানে এবং জেতান নিজের দলকে ম্যাচ। এর আগে কোচবিহার ট্রফিতে ৩৮০ রানের ব্যক্তিগত স্কোরের রেকর্ডের মালিক ছিলেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ রানের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
তবে এই পর্যন্ত সফর একেবারেই মসৃণ ছিল না প্রখরের জন্য। মাঝে কষ্ট করতে হয়েছিল অনেক। প্রখরের বাবা সঞ্জয় কুমার চতুর্বেদী ইলেকট্রনিক্স সিটির এক সফ্টওয়্যার কোম্পানির মালিক এবং মা রূপা চতুর্বেদী ডিআরডিওর একজন টেকনিক্যাল অ্যাডভাইজার। প্রখরের পরিবার বরাবরই খেলার থেকে পড়াশোনাকে বেশি গুরুত্ব দিত। তবে নিজেদের সন্তানের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাঁরা বাধা দেননি।
এক সাক্ষাৎকারে নিজের লড়াই প্রসঙ্গে প্রখর বলেন, 'আমার এটা ভেবে খুবই ভালো লাগছে যে আমার এই ইনিংসটা ফাইনালে এসেছে এবং কর্ণাটকে জিততে সাহায্য করেছে। আমি আমার মা ও বাবার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো আমাকে ছোটবেলা থেকে সমর্থন করার জন্য। এমনকী যখন লকডাউন চলছিল, তখন অবধিও আমাকে সবরকম ভাবে সাহায্য করে গেছেন দুজনে। আমার কোচ জসওয়ান্ত স্যারকেও আমি ধন্যবাদ জানাতে চাই। ওনার অবদানও কোনও অংশে কম নয়। পুরো মনোযোগের সঙ্গে দেখতেন আমার ব্যাটিং।'
প্রখরের সাফল্য নিয়ে মুখ খুলেছেন তাঁর কোচ জসওয়ান্ত স্যারও। তিনি বলেন, 'ও খুবই প্রতিভাবান ছেলে। ওর বাড়ি থেকে অ্যাকাডেমি অনেক দূর, তবুও ও একদিনও বাদ দিতো না আসতে। কোচ হয়ে আমার এটা দেখে সত্যিই ভালো লাগছে যে আমার এক ছাত্র এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন একটা দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে নিজের দলকে জিতিয়েছে। বয়স অল্প হলে কি হবে ওর খেলাটা ছিল পেশাদার ক্রিকেটারের মতো। খুব ঠান্ডা মাথায় এবং বুদ্ধির সঙ্গে নিজের ইনিংস তৈরি করতো। আশা করছি আগামীদিনে ও আরও সফল হবে।