চতুর্থ দিনে একটা বলও খেলা হল না। তার জেরে রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘরে ছয় পয়েন্ট তোলার সুযোগটাই পেল না বাংলা। প্রথম ইনিংসের গুরুত্বপূর্ণ লিডের কারণে তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল। আর তাতে রীতিমতো হতাশ হবেন মনোজ তিওয়ারিরা। কারণ এমনিতেই প্রথম ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল বাংলা। এই ম্যাচে ছয় পয়েন্ট পেলে অনেকটা সুবিধা হত। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে ছত্তিশগড় এবং অসমের বিরুদ্ধে পুরো ১২ পয়েন্ট তোলার লক্ষ্য হবে বাংলার। যা মুম্বই ম্যাচের আগে বাংলাকে স্বস্তি দেবে।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের চতুর্থ দিনের আপডেট
— যে ভয়টা ছিল, ঠিক সেটাই হল। চতুর্থ দিন একটাও বল হল না। ফলে ছয় পয়েন্ট হাতছাড়া হয়ে গেল বাংলা। প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন পয়েন্ট পেলেন মনোজ তিওয়ারিরা। এক পয়েন্ট পেল উত্তরপ্রদেশ।
— সরকারিভাবে বলা হয়নি। তবে হাতের মুঠোয় থাকা ছয় পয়েন্ট পাচ্ছে না বাংলা। আলোর অভাবে কানপুরে চতুর্থ দিনের খেলাই শুরু করা গেল না। দুটি সেশনের খেলার সময় পেরিয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে সরাসরি জয়ের সুযোগটাই পাচ্ছে না বাংলা। তিন পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হবে (অভাবনীয় কিছু না ঘটলে)।
— গুজরাট বনাম কর্ণাটক: প্রথমে ব্যাট করে ২৬৪ রান করেছিল গুজরাট। জবাবে ৩৭৪ রান তুলেছিল কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে ২১৯ রানে অল-আউট হয়ে যায় গুজরাট। তারপর ১০৩ রানে গুটিয়ে যায় কর্ণাটকের ইনিংস। ছয় রানে জিতে গিয়েছে গুজরাট।
— চূড়ান্ত নাটকীয় ম্যাচ হল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিনা উইকেটে ৫০ রান থেকে ১০৩ রানে অল-আউট হয়ে গেল কর্ণাটক। তার জেরে গুজরাটের বিরুদ্ধে ছয় রানে হেরে গেল। অর্থাৎ ৫৩ রানে ১০ উইকেট হারায় কর্ণাটক। আর ছয় উইকেট হারিয়েছে ২৯ রানে। পরিসংখ্যান অনুযায়ী, রঞ্জি ইতিহাসে সবথেকে কম রানের পুঁজি রক্ষা করল গুজরাট। আর কর্ণাটকের তৃতীয় সর্বনিম্ন ব্যবধানে হার (রানের নিরিখে)। একাই সাত উইকেট নেন সিদ্ধার্থ দেশাই। ১৩ ওভারে ৪২ রান দিয়ে সাতটি উইকেট নেন। তিনটি উইকেট পান রুদ্ররাজ ভাগেলা।
— বাংলার ম্যাচ যখন থমকে আছে, তখন ১০ উইকেটে জিতে গেল মুম্বই। অন্ধ্রপ্রদেশকে ১০ উইকেটে হারিয়ে দিল। প্রথমে ব্যাট করে ৩৯৫ রান তুলেছিল মুম্বই। জবাবে ১৮৪ রানেই গুটিয়ে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ। তারপর ২২৪ রান করে। তারপর ৮.৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তুলে নেয় মুম্বই। যে মুম্বই বাংলার গ্রুপে আছে।
— বাংলার মতো ত্রিপুরা-তামিলনাড়ু ম্যাচও খারাপ আলোর কারণে এখনও শুরু করা যায়নি। তামিলনাড়ুর প্রথম ইনিংসও শেষ হয়নি। তামিলনাড়ুর স্কোর দুই উইকেটে ১২২ রান। অন্যান্য রঞ্জি ম্যাচ অবশ্য জোরকদমে চলছে। এখনও কেরলের প্রথম ইনিংসের রান পার করতে পারেনি অসম। কেরলের ৪১৯ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৮ রানে অল-আউট হয়ে যায় অসম। দ্বিতীয় ইনিংসে অসমের স্কোর ৩১.৩ ওভারে এক উইকেটে ১৩৯ রান। অর্থাৎ এখনও ৩২ রানে পিছিয়ে আছে বাংলার পড়শি রাজ্য।
— দু'ঘণ্টা হতে চলল। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরু করা গেল না। যত সময় যাচ্ছে, তত উদ্বেগ বাড়ছে বাংলার। কারণ যত সময় যাচ্ছে, তত বাংলার ছয় পয়েন্ট পাওয়ার সম্ভাবনা কমছে।
— চতুর্থ দিনেও নির্ধারিত সময় রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচ শুরু করা যাচ্ছে না। আলোর অভাবে আপাতত ম্যাচ শুরু হচ্ছে না। অর্থাৎ আজও ওভার নষ্ট হবে। এই ম্যাচে একদিনও সময় খেলা শুরু করা যায়নি। যা উদ্বেগ বাড়াচ্ছে বাংলার। কারণ উত্তরপ্রদেশকে প্রথম অল-আউট করতে হবে। তারপর সেই রান তাড়া করে ছয় পয়েন্ট পেতে হবে।
— সোমবার শুরুতেই নীতীশ রানার উইকেট তুলতে চাইবে বাংলা। কারণ আক্রমণাত্মক ছন্দে খেলছেন উত্তরপ্রদেশরে অধিনায়ক। দ্রুত তাঁর উইকেট না পেলে উত্তরপ্রদেশের লিডটা লাফিয়ে বাড়বে। যা বাংলাকে চাপে ফেলে দেবে। সেক্ষেত্রে নীতীশরা ১৫০-২০০ রানের মতো লক্ষ্যমাত্রা খাড়া করে দেয় এবং বাংলার যদি ধস নামে, তাহলে হারেরও ঝুঁকি থাকবে। তাই সোমবার বাংলা চাইবে যে প্রথম বলেই আউট হয়ে যান নীতীশ।
আরও পড়ুন: Ranji Trophy 2024: রঞ্জিতে ফের ঝোড়ো সেঞ্চুরি রিয়ান পরাগের, যদিও দলকে তুলতে পারলেন না গাড্ডা থেকে
— উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংসে বাংলার বোলারদের মধ্যে সবথেকে সফল হয়েছে মহম্মদ কাইফ। ১৯ ওভারে ৭২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ১৫ ওভারে দিয়েছেন ৩০ রান। ১৫ ওভার বল করে কোনও উইকেট পাননি ইশান পোড়েল। খরচ করেছেন ৫৯ রান।
— চতুর্থ দিনের শেষে রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের স্কোর আপডেট: প্রথম ইনিংসে ৬০ রানে অল-আউট হয়ে যায় উত্তরপ্রদেশ। জবাবে ১৮৮ রান তোলে বাংলা। প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পান মনোজ তিওয়ারিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আপাতত উত্তরপ্রদেশের স্কোর চার উইকেটে ১৭৮ রানের। ৫০ রানে এগিয়ে আছে। বাংলা যে চারটি উইকেট পেয়েছে, সেই চারটি উইকেটেই এসেছে তৃতীয় দিনের শেষ সেশনে।
আরও পড়ুন: Ranji Trophy 2024: দুই ইনিংসেই শূন্য রানে আউট, রঞ্জিতে নামিয়ে ১২ বছরের ক্রিকেটারের প্রতিভা নষ্ট করছে বিহার? উঠছে প্রশ্ন
— কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলা বনাম উত্তরপ্রদেশের চতুর্থ দিনের খেলা হবে আজ। আপাতত ৫০ রানে এগিয়ে আছে উত্তরপ্রদেশ। স্কোর ৫২ ওভারে চার উইকেটে ১৭৮ রান। ক্রিজে আছেন উত্তরপ্রদেশের অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা নীতীশ রানা। যিনি ২০২৩ সালের আইপিএলে কেকেআরের নেতৃত্ব দিয়েছিলেন। ৪৩ বলে ৪৭ রানে অপরাজিত আছেন রানা। স্ট্রাইক রেট ১০৯.৩। পাঁচটি চার মেরেছেন। ছক্কা হাঁকিয়েছেন দুটি। সঙ্গে আছেন আকাশদীপ নাথ (১১ রান)।