রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। প্রথম ইনিংসের লিডের সুবাদে তিন পয়েন্ট পেল অন্ধ্রপ্রদেশ। আর সেটা সম্পূর্ণভাবে হয়েছে বাংলার খেলোয়াড়দের দোষে। প্রথমে ভালো জায়গায় থাকলেও মাত্র ১২০ রানে শেষ ছয় উইকেট হারিয়ে অল-আউট হয়ে যায় বাংলা। তার জেরে রানটা অন্ধ্রপ্রদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যায়নি। আর হনুমা বিহারীদের কাজটা আরও সহজ হয়ে যায় বাংলার বোলিংয়ের কারণে। মুকেশ কুমার, শাহবাজ আহমেদদের অনুপস্থিতিতে অন্ধ্রপ্রদেশের উইকেট তুলতে গিয়ে নাকানিচোবানি যান ইশান পোড়েলরা। আর সেই সুযোগ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড পেয়ে যায় অন্ধ্রপ্রদেশ। যে মহামূল্যবান লিডের কারণে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন হনুমা বিহারীরা।
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের চতুর্থ দিনের আপডেট
— ড্র হয়ে গেল ম্যাচ। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। তিন পয়েন্ট পেল অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় ওভারে ২৫ ওভারে বাংলা এক উইকেটে ৮২ রান তোলার পর হাত মিলিয়ে নেন দুই ক্যাপ্টেন।
— দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করল বাংলা। ১১.২ ওভারে বাংলার স্কোর বিনা উইকেটে ৩৯ রান। ১৬ রানে খেলছেন সৌরভ পাল। ১২ রানে খেলছেন শ্রেয়াংশ ঘোষ।
— অন্ধ্রপ্রদেশের হয়ে রিকি ভুঁই করেন ১৭৫ রান। ৫৬ রান করেন শোয়েব মহম্মদ খান। বাংলার বোলাররা চূড়ান্ত হতাশ হবেন। সপ্তম উইকেটে রিকিরা ২৮০ বলে ১৩৩ রান যোগ করেন। তাঁদের জুটি ভাঙতেই পারছিল না বাংলা। যখন জুটি ভাঙল, তখন বাংলার রান পেরিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ।
— প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল-আউট হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম ইনিংসে ৩৬ রানের লিড পেল অন্ধ্রপ্রদেশ। যা বাংলার কপাল পোড়ার জন্য যথেষ্ট। অর্থাৎ অভাবনীয় কিছু না ঘটলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে।
— প্রথম ইনিংসে বাংলার রানের পুঁজি টপকে গেল অন্ধ্রপ্রদেশ। ১৫৫.২ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর দাঁড়াল ছয় উইকেটে ৪১১ রান। আপাতত দু'রানের লিড আছে। ১৫৩ রানে অপরাজিত আছেন রিকি ভুঁই। ৫৬ রানে খেলছেন শোয়েব মহম্মদ খান। উল্লেখ্য, রিকি ভুঁই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন।
— ৩০ রানের নীচে নেমে গেল বাংলার লিড। প্রথম ইনিংসে বাংলা ৪০৯ রান করেছে। জবাবে ১৪৮.১ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটে ৩৮২ রান। ২৭ রানে পিছিয়ে অন্ধ্র। ১২৮ রানে খেলছেন রিকি ভুঁই। শোয়েব মহম্মদ খান অর্ধশতরান করেছেন। ৫২ রানে খেলছেন।
— প্রথম ইনিংসে বাংলার লিড ৫০ রানের নীচে নেমে গেল। ১৪০ ওভারে অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটে ৩৬৬ রান। রিকি ভুঁই অপরাজিত আছেন ১২২ রানে। শোয়েব মহম্মদ খান খেলছেন ৪২ রানে। আপাতত প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে আছে অন্ধ্রপ্রদেশ।
— এখনও কোনও উইকেট পেল না বাংলা। বরং ৩৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল অন্ধ্রপ্রদেশ। যত সময় যাচ্ছে, তত চাপ বাড়ছে বাংলার। আর সেটা নিয়ে বিশ্লেষণ করতে বসলে নিজেদেরই দুষবেন মনোজ তিওয়ারিরা। কারণ শেষ ছয় উইকেট মাত্র ১২০ রানে হারিয়ে ফেলেছিল বাংলা। প্রথম ইনিংসে বাংলা যদি রানটা ৫০০-র ঘরে নিয়ে যেত, তাহলে অনেক স্বস্তিতে থাকত। আপাতত অন্ধ্রপ্রদেশের স্কোর ১৩৬.৫ ওভারে ছয় উইকেটে ৩৫৫ রান। পিছিয়ে ৫৪ রানে।
— চতুর্থ দিনের শুরুতে অন্ধ্রপ্রদেশের স্কোর ১৩৩ ওভারে ছয় উইকেটে ৩৩৯ রান। ক্রিজে আছেন রিকি ভুঁই (২৪৩ বলে ১০৭ রান) এবং শোয়েব মহম্মদ খান (৮৪ বলে ৩১ রান)।
— রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে কি তিন পয়েন্ট পাবে বাংলা? পুরোটা নির্ভর করছে সোমবার সকালের প্রথম ৩০ মিনিটের উপর। প্রথম ইনিংসে লিড পাওয়ার জন্য ওই সময়ের মধ্যে উইকেট চাই বাংলার। আপাতত ৭০ রানে এগিয়ে আছেন মনোজ তিওয়ারিরা। অন্যদিকে, হাতে চার উইকেট আছে অন্ধ্রপ্রদেশের।
— দ্বিতীয় ও তৃতীয় দিনটা একেবারেই ভালো যায়নি বাংলার। তার জেরে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে প্রবল চাপে পড়ে গিয়েছেন মনোজ তিওয়ারিরা। আপাতত যা অবস্থা, তাতে এখনই উইকেট তুলতে না পারলে প্রথম ইনিংসে পিছিয়ে পড়বে বাংলা। সেক্ষেত্রে হাতছাড়া হয়ে যাবে তিন পয়েন্ট। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হবে। কামব্যাক করতে কি পারবে বাংলা, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় নজর রাখুন।