প্রথম ইনিংসে এমন কিছু বড়সড় রান সংগ্রহ করতে পারেনি ছত্তিশগড়। রায়পুরে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ছত্তিশগড়। তারা প্রথম ইনিংসে অল-আউট হয় ৩২৭ রানে। তবে পালটা ব্যাট করতে নেমে অসম ভরাডুবির মুখে পড়ে। ফলে এত কম রান তাড়া করতে নেমেও রিয়ান পরাগদের ফলো-অন করতে হয়।
ছত্তিশগড়ের হয়ে প্রথম ইনিংসে অধিনায়কোচিত শতরান করেন আমনদীপ খাড়ে। তিনি ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১৮ বলে ১১৬ রান করে আউট হন। এছাড়া ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ৮২ রান করেন শশাঙ্ক সিং। ১০টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৫৮ রান করেন আশুতোষ সিং। অসমের হয়ে ২টি করে উইকেট নেন মুখতার হোসেন, মৃন্ময় দত্ত, আকাশ সেনগুপ্ত, রাহুল সিং ও কুণাল শর্মা।
অসম তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ১৫৯ রানে। দীনেশ দাস ছাড়া অসমের আর কোনও ব্যাটার তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি। দীনেশ ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫২ রান করে মাঠ ছাড়েন। রিয়ান পরাগ প্রথম ইনিংসে ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৮ রান করে আউট হন।
ছত্তিশগড়ের সৌরভ মজুমদার প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ১২টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। রবি কিরণ ২০ ওভার বল করে ১২টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। বাসুদেব নেন ১টি উইকেট।
প্রথম ইনিংসের নিরিখে ১৬৮ রানের লিড নেওয়া ছত্তিশগড় পুনরায় ব্যাট করতে বাধ্য করে অসমকে। ফলো-অন করে ফের ব্যাট করতে নেমে অসম তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে। অর্থাৎ, ইনিংস হার এড়িয়ে আপাতত ৩ রানে এগিয়ে রয়েছে অসম।
রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন। তিনি দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮২ রানে। ৪০ বলের ধ্বংসাত্মক ইনিংসে রিয়ান ৭টি চার ও ৬টি ছক্কা মারেন। অসম দলনায়ক ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। এছাড়া রাহুল হাজারিকা ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন।