আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের ছবিটা পরিষ্কার হয়ে গেল। শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে শেষ করল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তালিকার দুই নম্বরে জায়গা পাকা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্স তিন নম্বরে ও মুম্বই ইন্ডিয়ান্স চার নম্বরে থেকেই গ্রুপ লিগের যাত্রা শেষ করে প্লে-অফে উঠল।
অন্যদিকে গ্রুপ লিগের পাঁচ নম্বরে জায়গা পাকা করল দিল্লি ক্যাপিটালস। লিগের শেষ ম্যাচে RCB-র কাছে হেরে লিগ টেবিলের সাত নম্বরে শেষ করল লখনউ সুপার জায়ান্টস। তালিকার ছয় নম্বরে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। তালিকার আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স, নয় নম্বরে রাজস্থান রয়্যালস ও ১০ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) পঞ্জাব কিংস- ১৪ ম্যাচে ৯টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৯ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭২)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৪ ম্যাচে ৯টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৯ পয়েন্ট (নেট রানরেট +০.৩০১)
৩) গুজরাট টাইটান্স- ১৪ ম্যাচে ৯টি জয়, ৫টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.২৫৪)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১৪ ম্যাচে ৮টি জয়, ৬টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +১.১৪২)
৫) দিল্লি ক্যাপিটালস- ১৪ ম্যাচে ৭টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.০১১)
আরও পড়ুন … জিতেশের সামনে ফিকে পন্তের সেঞ্চুরি ইনিংস, LSG-কে ৬ উইকেটে হারিয়ে IPL 2025 Qualifier 1 RCB-র এন্ট্রি
৬) সানরাইজার্স হায়দরাবাদ- ১৪ ম্যাচে ৬ টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট -০.২৪১)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১৪ ম্যাচে ৬টি জয়, ৮টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৩৭৬)
৮) কলকাতা নাইট রাইডার্স- ১৪ ম্যাচে ৫টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৩০৫)
৯) রাজস্থান রয়্যালস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৫৪৯)
১০) চেন্নাই সুপার কিংস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৬৪৭)
আরও পড়ুন … ইংল্যান্ড সফরের আগে টি দিলীপকে ফেরাল BCCI! দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে অনিশ্চিত গিল
LSG vs RCB Match:
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত আইপিএলের ১৮তম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স করলেন। একানা স্টেডিয়ামে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ৬১ বলে অপরাজিত ১১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসের দলকে ২২৭/৩ রানে পৌঁছে যায় লখনউ।
আরও পড়ুন … ভিডিয়ো: ২৭ কোটি টাকা উসুল! LSG-র জার্সি গায়ে প্রথম শতরান করে ঋষভের বিশেষ সেলিব্রেশন
তবে রান তাড়া করতে নেমে জিতেশ শর্মা সকলকে অবাক করে দেন। দুরন্ত অর্ধশতরান করেন এবং ম্যাচ জয়ী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এই ম্যাচটি ৬ উইকেটে জিতে আইপিএল ২০২৫ কোয়ালিফায়ার ১ খেলার যোগ্যতা অর্জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউয়ের লক্ষ্য ১৮.৪ ওভারে অর্জন করে জিতেশ শর্মাদের.