ক্রুনাল পান্ডিয়ার আগুনে ঝলসে যাচ্ছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে খেলতে নেমেছেন শ্রেয়স আইয়াররা। অথচ ম্যাচের একেবারে শুরুতেই ক্রুনাল কাঁদিয়ে ছেড়েছেন প্রীতি জিন্টার দলকে। ৬.১ ওভারের মধ্যে ২ উইকেট হারায় পঞ্জাব। সেই ২টি উইকেটই তো নিয়েছেনই, সেই সঙ্গে ক্রুনাল একেবারে চিলের মতোই ক্যাচ ধরে শ্রেয়স আইয়ারকেও ফিরিয়েছেন সাজঘরে।
আরও পড়ুন: টানা ১৮ বছর IPL খেলার জন্য সম্মান জানানো হয়েছে ধোনি, কোহলি, রোহিতকে, একই নজির থাকার পরেও, উপেক্ষিত KKR তারকা
দুই ওপেনারকে ফেরান ক্রুনাল
রবিবার (২০ এপ্রিল) আইপিএলের ৩৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রানে ৩ উইকেট হারায় পঞ্জাব কিংস। সেই তিন উইকেটের পিছনেই বড় ভূমিকা রয়েছে ক্রুনালের। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল পঞ্জাব কিংস। ব্যাট করতে নামলে, ম্যাচের শুরুতেই তারা বড় ধাক্কা খায়। ৪.২ ওভারেই সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। ১টি ছক্কা, তিনটি চারের হাত ধরে ১৫ বলে ২২ করে আউট হন প্রিয়াংশ। ক্রুনালের বলে তিনি টিম ডেভিডকে ক্যাচ দেন। ৬.১ ওভারে প্রভসিমরন সিং-কেও আউট করেন সেই ক্রুনালই। ১টি ছয়, ৫টি চারের হাত ধরে ১৭ বলে ৩৩ করে ভালোই খেলছিলেন প্রভসিমরন। কিন্তু তাঁকে সাজঘরে ফেরান ক্রুনাল। প্রিয়াংশের মতোই ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রভসিমরন।
আরও পড়ুন: কয়েক জন ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত, শোওয়ারও প্রস্তাব এসেছিল… দাবি ভারতের প্রাক্তন কোচের রুপান্তরিত হওয়া মেয়ের
ক্রুনালের শিকার শ্রেয়সও
পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার তিনে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু এদিন ফের তিনি ব্যর্থ হন। পঞ্জাব কিংসের অষ্টম ওভারে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তোলেন শ্রেয়স। বলটি লক্ষ্য করে ক্রুনাল লং-অন থেকে বাঁ-দিকে দৌড়ে এসে পুরো চিলের মতো ক্যাচটি ছোঁ মেরে ধরে নেন। অসাধারণ ক্যাচ। শ্রেয়সও হয়তো হতবাক হয়ে গিয়েছিলেন। বলটি ধরার পর মাটিতে গড়িয়ে পড়েন ক্রুনাল। কিন্তু হাত থেকে বল ছাড়েননি। নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। এদিকে ১০ বল খেলে মাত্র ৬ রান করে শ্রেয়স আউট হতেই শেফার্ড এবং বিরাট কোহলি মিলে বাঁধভাঙা সেলিব্রেশনে মাতেন। বড় ধাক্কা খায় পঞ্জাব।
আরও পড়ুন: আমি বল ভালো ভাবে মারতে পারছিলাম না… সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে লুকোছাপা না করে, স্পষ্ট দাবি রোহিতের