বড়দিনের দিন চতুর্থ টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট ম্যাচ। ব্রিসবেনে তৃতীয় টেস্টে যেই দল খেলেছিল প্রায় সেই দলই রাখা হয়েছে, শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে দু’জন খেলোয়াড়কে। অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হল ফর্মে থাকা ট্র্যাভিস হেডকে পাওয়া। তৃতীয় টেস্টের পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে ফিটনেস টেস্টে পাস করায় তাঁকে মেলবোর্ন টেস্টের জন্য প্রথম একাদশে রাখা হয়েছে। অন্যদিকে আগেই জানা যাচ্ছিল এই টেস্টে অভিষেক হবে ১৯ বছর বয়সী অজি ব্যাটার স্যাম কনস্টাসের। প্রথম তিন টেস্টে দলে সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি। কিন্তু রান করতে ব্যর্থ হওয়ায় তাঁকে শেষ দুটি টেস্টের জন্য আর দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
এছাড়াও দলে ফের ওয়াপসি হয়েছে স্কট বোল্যান্ডের। জোশ হেজেলউডের চোট থাকায় তিনি সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে অভিষেক করবেন স্যাম। এর আগে কনিষ্ঠতম ক্রিকেটারের তালিকায় নাম রয়েছে কনস্টাসের দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের, যিনি ১৮ বছর বয়সেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অভিষেক করেছিলেন। এদিন স্যাম সম্পর্কে বলতে গিয়ে অজি অধিনায়ক বলেন, ‘আমার মনে আছে আমি কতটা উত্তেজিত ছিলাম, স্যামির ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম।
প্রথম ম্যাচ খেলতে নামার আগে স্যাম কনস্টাসের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। কামিন্স বলেন, ‘এই সময় তোমার মধ্যে একটা চঞ্চল ভাব থাকে, তুমি চাও শুধু ব্যাট নিয়ে নামতে এবং খেলতে, ঠিক ছোটবেলায় আমরা যেমন করে থাকি। তাই শুধু মাত্র তোমাকে গেমটাকে বুঝতে হবে এবং খেলাটাকে উপভোগ করতে হবে। বেশি ভাবার প্রয়োজন নেই। এটাই স্যামের উদ্দেশ্যে আমার বার্তা হবে। আমিও ঠিক ১৮ বছর বয়সে এটাই ভাবতাম। আমিও খুব উত্তেজিত ছিলাম। কিন্তু যখন খেলা শুরু হবে তখন তোমায় খেলার মধ্যে ঢুকে যেতে হবে.. ঠিক আর পাঁচটা ম্যাচের মতো।’
অন্যদিকে ট্র্যাভিস হেডকে দলে পাওয়ায় স্বস্তি পেয়েছেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয় গত ১২ মাসে ট্র্যাভিস অসাধারণ ফর্মের মধ্যে আছে এবং সেটা এখনও চলছে। সে খুব স্পষ্টভাবে বলে হিট করছে। আপনি নিশ্চই লক্ষ্য করেছেন যে ও প্রথম বল থেকেই বিপক্ষ দলের উপর চাপ তৈরি করে আসছে। আমি খুশি সে আমাদের দলে রয়েছে এবং আমি কখনও চাইব না তার বিরুদ্ধে ফিল্ডার সাজাতে বা বল করতে। ও যেই ভাবে শট খেলে সেইভাবে কাউকে খেলতে দেখিনি। আশা করব যত বেশি দিন সম্ভব সে যেন এই ভাবেই খেলে যায় ।’