তামিম ইকবালের ৯ বছর আগের রেকর্ড ভেঙে চুরমার করলেন পারভেজ হোসেন ইমন। ২২ বছর বয়সী ওপেনার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের সর্বকালীন রেকর্ড গড়লেন।
শনিবার শারজা ক্রিকেট গ্রাউন্ডে আমিরশাহির বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আমিরশাহির বিরুদ্ধে এই ম্যাচেই বিধ্বংসী শতরান করেন পারভেজ। কেরিয়ারের ৮ নম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে প্রথম শতরান করেন তিনি। তাও রেকর্ড গতিতে।
শারজায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন পারভেজ। তানজিদ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। তবে দলের ইনিংসকে টেনে নিয়ে যান ইমন।
আরও পড়ুন:- ৪ বলে ৩ উইকেট, ভিনদেশের হয়ে মাঠে নেমে তামিলনাড়ুর আদিত্য হারিয়ে দিলেন বাংলাদেশ-এ দলকে
বাংলাদেশের হয়ে দ্রুততম টি-২০ শতরান ইমনের
পারভেজ ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৫৩ বলে। সাহায্য নেন ৫টি চার ও ৯টি ছক্কার। শেষমেশ ৫৪ বলে ১০০ রান করে আউট হন পারভেজ।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি সব থেকে কম বলে করা শতরানের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল তামিম ইকবালের নামে। তিনি ২০১৬ সালে ধরমশালায় ওমানের বিরুদ্ধে ৬০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সুতরাং, শারজায় তামিমের সেই রেকর্ড ভেঙে দেন ইমন।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার নজর কাড়তে পারেননি। ১৫ বলে ২০ রান করেন তৌহিদ হৃদয়। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৩ রান করেন জাকের আলি। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করেন ক্যাপ্টেন লিটন দাস। এছাড়া মেহেদি হাসান ২, শামিম হোসেন ৬, তানজিম হাসান শাকিব অপরাজিত ৭ ও তনবীর ইসলাম অপরাজিত ১ রান করেন।
আরও পড়ুন:- ‘সব কিছু পেয়েছি, এটাই বাকি ছিল’, ৯০ মিটারের ঐতিহাসিক গণ্ডি টপকে কাকে কৃতিত্ব দিলেন নীরজ?
আমিরশাহির হয়ে ৪ ওভারে ২১ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন মহম্মদ জাওয়াদউল্লাহ। ১টি করে উইকেট নেন ধ্রুব পরাশর, মতিউল্লাহ খান ও মহম্মদ জোহেব। উইকেট পাননি হায়দার আলি ও সঞ্চিত শর্মা। হায়দার, মতিউল্লাহ ও জোহেব আমিরশাহির হয়ে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামেন।