Royal Challengers Bengaluru new captain: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জন্য এক সপ্তাহের জন্য IPL 2025-কে স্থগিত করা হয়েছে। তবে এর মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-কে নিয়ে একটি খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, যদি IPL 2025 স্থগিত না হত, তাহলে হয়তো RCB-র অধিনায়ক হতে পারতেন জিতেশ শর্মা।
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে IPL 2025 এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা দল থেকে আলাদা হয়ে নিজেদের বাড়ি ফিরেছেন।
পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের দলকে শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ট্রেনে করে নয়াদিল্লি পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ খেলতে লখনউ গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সেখান থেকে শনিবার দলটি বেঙ্গালুরু ফিরে আসে। বেঙ্গালুরু ফিরে আসার ভিডিয়ো নিজেরাই শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজি।
এই ভিডিয়োতে দেখা যায়, প্রতিটি খেলোয়াড় IPL স্থগিত হওয়ার আগে দলের পারফরম্যান্স ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। ভিডিয়োটির সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মার একটি কথা। যেখানে তিনি জানান, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনিই অধিনায়কত্ব করতে চলেছিলেন।
আরও পড়ুন … টেস্টে বিরাটকে দরকার, কোহলি অবসর নেবেন না… ভারতীয় তারকাকে নিয়ে ব্রায়ান লারার বার্তা
হ্যাঁ, চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে শেষ ম্যাচে RCB অধিনায়ক রজত পতিদার চোট পান। ফলে তিনি পরবর্তী ম্যাচে খেলতে প্রস্তুত ছিলেন না। এই অবস্থায় কোহলি নয়, বরং জিতেশ শর্মার হাতে RCB দলের অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। যদিও CSK-এর বিরুদ্ধে পতিদার চোট পাওয়ার পর সে ম্যাচে কোহলিই দলকে নেতৃত্ব দেন।
ভিডিয়োতে জিতেশ বলেন, ‘যে সুযোগটি আমাকে দেওয়া হচ্ছিল, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমাকে RCB-র অধিনায়কত্ব দেওয়া হচ্ছিল এবং এটি আমার ও আমার পরিবারের জন্য বড় একটি বিষয়।’
আরও পড়ুন … দয়া করে অবসর নিও না… কোহলির অবসরের কথা শুনে বিরাটের জন্য রায়ডুর আবেগঘন অনুরোধ
জিতেশ শর্মা আরও বলেন, ‘আমি ভাবছিলাম ঠিক কী কম্বিনেশন সবচেয়ে ভালো হবে, কারণ দেবদূত (পাডিক্কাল) এবং রজত—দু’জনই অনুপলব্ধ ছিল। তাদের জায়গা নেওয়া ছিল বড় দায়িত্ব। তখন আমাদের পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী এই ম্যাচটা জিততে পারতাম। সেই ২-৩ দিন ধরে কোচদের ও খেলোয়াড়দের সঙ্গে মিটিং, ব্যাটিং অর্ডার ও বোলারদের নিয়ে আলোচনাগুলো দারুণ উপভোগ করেছি।’
প্রসঙ্গত, এই মরশমে RCB-র পারফরম্যান্স দারুণ। দলটি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে-অফে পৌঁছাতে তাদের আর মাত্র একটি জয় প্রয়োজন।