রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কে হবেন? এই বিষয় নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। নতুন বিতর্ক জন্ম নিয়েছে। এর মাঝেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত বললেন, ‘গিল নয়, অধিনায়ক হোক বুমরাহ, ব্যাকআপে রাহুল ও পন্তকে রাখা হোক।’
৭ মে রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর থেকেই মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘কবে হবে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা?’ এরপরে ভক্তেরা জানতে চাইছেন, ‘কে হবে ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক?’ তবে কয়েকদিন ধরে যে রিপোর্ট সামনে আসছিল তাতে মনে হয়েছিল সেটা যেন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। অধিকাংশের নজর ছিল একজনের দিকেই। অনেকেই মনে করেছিলেন, অস্ট্রেলিয়া সফরে একমাত্র জয় এনে দেওয়া ও বর্তমানে টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ-ই হবেন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক।
আরও পড়ুন … ভিডিয়ো: আমি আর ক্রিকেট দেখব না…. মুম্বই বিমানবন্দরে ভক্তের কথা শুনে অবাক বিরাট কোহলি
কিন্তু মিডিয়া রিপোর্ট বলছে, শুভমন গিল-কে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিতে চায় বিসিসিআই (BCCI)। ২৫ বছর বয়সি গিলকে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব এবং সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়কত্বের অভিজ্ঞতার কারণে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জুন মাসে ইংল্যান্ড সফরেই তার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন … ভিডিয়ো: আমি আর ক্রিকেট দেখব না…. মুম্বই বিমানবন্দরে ভক্তের কথা শুনে অবাক বিরাট কোহলি
তবে শ্রীকান্ত ভিন্নমত দিয়েছেন। তাঁর মতে, ‘গিল তো একাদশেই নিশ্চিত নয়!’ এই খবর ভালোভাবে নেননি ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি গিলকে নেতা হিসেবে মানতে নারাজ এবং সরাসরি বলেন, ‘ও তো এখনও টেস্ট একাদশেই নিশ্চিত নয়।’
শ্রীকান্ত বলেন, ‘অধিনায়ক হওয়া উচিত জসপ্রীত বুমরাহর। আর যদি ও ফিট না থাকে বা কোনও ম্যাচে না খেলতে পারে, তাহলে অধিনায়ক হোক কেএল রাহুল অথবা ঋষভ পন্ত।’ শ্রীকান্তের বক্তব্য গিলের সাম্প্রতিক পারফরম্যান্সকে কেন্দ্র করেই ছিল। অস্ট্রেলিয়া সফরে তাঁর খারাপ ফর্ম এবং বিদেশের পিচে তাঁর দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীকান্ত।
বিদেশের মাটিতে গিলের গড়: ১৯ (১২ ইনিংসে)
ওপেনার হিসেবে বিদেশে গড়: ৩১.৫৪
ইংল্যান্ডে ডিউক বলের বিরুদ্ধে পারফরম্যান্স: ৬ ইনিংসে মাত্র ৮৮ রান
আরও পড়ুন … যেন IPL 2025-এর বাকি ম্যাচে গান, ডিজে ও চিয়ারলিডার না রাখা হয়! কেন এমন বললেন গাভাসকর?
কোহলির জায়গায় ৪ নম্বরে কে?
বিরাট কোহলির অবসরের পর ভারতীয় টেস্ট দলের ৪ নম্বর ব্যাটিং পজিশনে একটা শূন্যতা তৈরি হয়েছে। কোহলি দীর্ঘ ১২ বছর ধরে এই পজিশনে ব্যাট করে গেছেন।
এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘আমার মতে, কেএল রাহুলেরই ভারতের পরবর্তী চার নম্বর ব্যাটার হওয়া উচিত। ওর টেকনিক আছে, মানসিকতাও ঠিকঠাক। এখন থেকেই ওকে এই পজিশনে সেট করে দেওয়া উচিত।’ এই মতের সঙ্গে একমত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার। তিনি বলেন, ‘রাহুল হয়তো এখন আর তরুণ নয়, কিন্তু চার নম্বরে ও দারুণ মানিয়ে নিতে পারবে। ওর টেকনিক ভালো, নতুন বল সামলাতে পারে আবার প্রয়োজন হলে রানরেটও বাড়াতে পারেন।’