এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস একদমই ছন্দে নেই। তিনি নিজেও ব্যাটিংয়ে তেমন ছন্দে নেই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও তেমন রান পাচ্ছেন না, ওপেনিং অর্ডার পুরো ফ্লপ। আর এর জেরেই পরপর হারতে হয়েছে সিএসকে শিবিরকে, তাতেই এবার নেটিজেনদের ক্ষোভ এসে পড়েছে শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানার ওপর।
এবারের আইপিএলে মাথিসা পাথিরানা এমনিতে খুব যে খারাপ বোলিং করেছেন তা নয়। ২২ বছর বয়সী এই পেসার এবারের আইপিএলে তিনটি ম্যাচে খেলেছেন। বল হাতে ১২ ওভার বোলিং করে দিয়েছেন ৯৫ রান, মানে ইকোনমি রেট ১২র নিচে। আর তুলে নিয়েছেন তিনি ৫ উইকেট। যদিও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অনেকেই ট্রোলিং শুরু করেছেন।
যেহেতু আইপিএলে নিজের দল চেন্নাই সুপার কিংসকে তিনি জেতাতে পারছেন না, তাই তাঁকে খোঁচা দিয়েই নেটিজেনরা বলা শুরু করেছেন তাঁর বোলিং অ্যাকশন দেখে, যে পাথিরানাকে যদি আইপিএল ছেড়ে অলিম্পিক্সে পাঠানো হয়, তাহলে তিনি শ্রীলঙ্কার হয়ে জ্যাভলিন থ্রোতে সোনা এনে দিতে পারেন।
কেউ কেউ তাঁর বোলিং অ্যাকশনের সঙ্গে ভারতের জোড়া অলিম্পিক্স পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার থ্রোয়ের মিল খুঁজে পাচ্ছেন। তাই নেটমাধ্যমনে অনেকেই বলছেন, যেন পাথিরানাকে শ্রীলঙ্কানরা অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে পাঠায়, যদিও একটা কথা মনে রাখতে হবে, সিএসকের হারের কারণ কিন্তু পাথিরানার বোলিং একদমই নয়। বরং তিনিই তাঁদের দলের বিদেশিদের মধ্যে সব থেকে ধারাবাহিক পারফরমেন্স করেছেন এবারের আইপিএলে।
এদিকে কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন পাথিরানার বোলিং অ্যাকশন নিয়েও। কারণ হিসেবে তাঁরা বলছেন, পাথিরানা আন্তর্জাতিক ক্রিকেটে বল যখন ছাড়েন তখন হাত উইকেটের এক সাইডে থাকে, কিন্তু আইপিএলে যখন বোলিং করেন তখন উইকেট পেরিয়ে যায় তাঁর বোলিং থ্রো। অর্থাৎ পাথিরানার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশন এবং আইপিএলে আম্পায়াররা তাঁকে ছাড় দিচ্ছে বলেও নেটিজেনরা দাবি করেছে।