আশঙ্কাই সত্যি হল। আইসিসির কোপের মুখে পড়লেন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হল। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল, চতুর্থ দিনের শুরুতে বেন ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশনের জন্য।
ইল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে ১২ রানের মাথায় আউট করে চতুর্থ দিনের শুরুটা করেন সিরাজ। ভারতীয় পেসারের বলে শট খেলতে চেষ্টা করলেও তা সরাসরি চলে যায় বুমরাহ-র হাতে। মিড অনে দাঁড়িয়ে থাকা বুমরাহ ক্যাচ নিতেই বেন ডাকেট হাঁটতে শুরু করেন সাজঘরের দিকে। এরপরই সিরাজ আগ্রাসীভাবে সেলিব্রেট করতে থাকেন। সেলিব্রেশনের সময়ই বেন ডাকেটের কাঁধে সামান্য ধাক্কা লাগে সিরাজের।
এর ফলে আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ আর্টিকেল ভঙ্গন করেন। সেই ধারায় বলা আছে কোনও ক্রিকেটার যদি খারাপ ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকে কোনও ক্রিকেটার বা স্টাফের বিরুদ্ধে, সেক্ষেত্রে তাঁর জন্য শাস্তির নিদান রয়েছে। সেই ধারা অনুযায়ী প্রতিপক্ষকে উত্তেজিত করার চেষ্টার অপরাধও রয়েছে সিরাজের বিপক্ষে। পাশাপাশি সিরাজকে ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত দুই বছরে বা ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে কোনও ক্রিকেটার যদি চারটি ডিমেরিট পয়েন্ট পায়, সেক্ষেত্রে ক্রিকেটারকে নির্বাসিত করা হয়।
আজ অর্থাৎ পঞ্চম দিনে ম্যাচ এখনও ভারতের দিকে সামান্য ঝুঁকে আছে। কিন্তু যদি ভারতীয় ব্যাটাররা এই পরিস্থিতিতে জ্বলে উঠতে না পারেন, তাহলে ম্যাচ ইংল্যান্ড জিতে নিতেই পারে। লর্ডসে আজকে ভারতের দরকার ১৩৫ রান, আর ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। যেহেতু লর্ডসে এদিন বৃষ্টির তেমন পূর্বাভাস নেই, তাই ম্যাচের যে ফয়সলা হবেই তা অনুমান করাই যায়। ভারতীয় দলের হাতে অবশ্য এখনও ব্যাটিং করার মতো পাঁচজন রয়েছেন। লোকেশ রাহুল ক্রিজে আছেন, এছাড়াও ঋষভ পন্ত, ওয়াসিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং নীতীশ কুমার রেড্ডিরা ব্যাটার হিসেবে রয়েছেন। এরপর রয়েছে দুই টেলেন্ডার বুমরাহ এবং সিরাজ, যাদের থেকে শেষদিকে সামান্য সাহায্য পাবে কিনা টিম ইন্ডিয়া তার কোনও নিশ্চয়তা নেই। তাই টিম ইন্ডিয়া চাইবে হাতে উইকেট থাকতেই ম্যাচ জিতে নিতে।