ফিল মাস্টার্ড ও ইয়ান বেলের জোড়া হাফ-সেঞ্চুরি সত্ত্বেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে হারতে হল আয়োজক ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স দলকে। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান জয় তুলে নেয় ক্যাপ্টেন মহম্মদ হাফিজের ঝোড়ো অর্ধশতরানে ভর করে।
বার্মিংহ্যামে ডব্লিউসিএল ২০২৫-এর প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন হাফিজ ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন।
এছাড়া কামরান আকমল ৮, শার্জিল খান ১২, উমর আমিন ৬, শোয়েব মালিক ১, আসিফ আলি ১৫, শোয়েব মাকসুদ ২, আমের ইয়ামিন অপরাজিত ২৭, সোহেল তনভীর ১৭ ও সোহেল খান ৮ রানের যোগদান রাখেন। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ট্রেমলেট ও লিয়াম প্লাঙ্কেট।
জবাবে ব্যাট করতে নেমে তীরে এসে তরী ডোবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স দলের। তারা ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৫ রানে আটকে যায়। অর্থাৎ, ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। ব্রিটিশ দলের হয়ে ৫১ বলে ৫৮ রান করেন ফিল মাস্টার্ড। তিনি ৮টি চার মারেন।
IND vs ENG: ৩ ম্যাচের পরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট কাদের?
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫১ রান করেন ইয়ান বেল। অ্যালেস্টার কুক ৭, জেমস ভিনস ৭ ও ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান অপরাজিত ১৬ রানের যোগদান রাখেন। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন রুম্মন রইস, সোহেল তনভীর ও আমের ইয়ামিন।