আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কাড়লেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন টি২০ অভিষেক হয় অজি তারকার। আর সেখানে মাঠে নেমেই অর্ধশতরান করে রেকর্ড গড়লেন এই ডানহাতি ব্যাটার। তিন উইকেটে উইন্ডিজকে হারাল অজিরা।
ক্যামেরন গ্রিনের সঙ্গে মাত্র ৪০ বলেই জুটিতে ৮০ রান তোলেন ওয়েন। গ্রিন করেন ২৬ বলে ৫১ রান। ১৯০ রানের টার্গেড ৭ বল বাকি থাকতেই পৌঁছে যায় অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৮৯ রান করেন। ইনিংসের শেষ ৯ বলে পাঁচ রানে ক্যারিবিয়ানরা ৪ উইকেট হারায়, নাহলে রান আরও বাড়িয়ে নিতে পারত তাঁরা।
অস্ট্রেলিয়ান বেন ডোয়ারসুইস ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। মাত্র চার বলেই তিনি তিন উইকেট নেন। জ্যাসন হোল্ডার কোনও মতে হ্যাটট্রিকের বলটি আটকে দিলেও পরের বলেই তিনি আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের বাকি টপ অর্ডার ব্যাটাররা আবার অনেকেই রান করেন। রস্টন চেজ ৩২ বলে ৬০ রান করেন। শাই হোপ ৫৫ রান করেন। এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যাওয়ায় টি২০ সিরিজের শুরুতেই তাঁরা এগিয়ে গেল। ৩-০ ফলে টেস্ট সিরিজ জয়ের পর এবার টি২০ সিরিজেও এগিয়ে গেল অজিরা।
টি২০র ঘরোয়া লিগে হোবার্ট হারিকেনসের হয়ে বেশ ছন্দেই ছিলেন মিচেল ওয়েন। তাঁকেই সুযোগ দেওয়া হয়েছিল, অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডেভিড ওয়ার্নার এবং রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এই ফর্ম্যাটে অভিষেকেই অর্ধশতরান করে নজির গড়লেন ওয়েন। বুধবার ২৩ জুলাই রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।