পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে বিধ্বংসী শতরান করে সানরাইজার্স হায়দরাবাদকে জয় এনে দিয়েছেন অভিষেক শর্মা। শ্রেয়সদের বিরুদ্ধে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার, তাতে মুম্বই ইন্ডিয়ান্সের আতঙ্কে থাকাই স্বাভাবিক ছিল। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াইয়ে অভিষেককে সস্তায় ফেরানোই ছিল হার্দিক পান্ডিয়াদের প্রাথমিক লক্ষ্য।
সেই লক্ষ্যে প্রায় সফল হয়েই গিয়েছিল মুম্বই। তবে উইল জ্যাকসের ভুলে সেই সুযোগ হাতছাড়া হয় হার্দিকদের। ম্যাচের প্রথম বলেই এমন এক ভুল করে বসেন উইল জ্যাকস, যার বড়সড় মাশুল দেওয়ার আশঙ্কা চেপে বসে মুম্বই শিবিরে।
ওয়াংখেড়েতে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। যথারীতি ট্র্যাভিস হেডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। মুম্বই নতুন বলে আক্রমণে নিয়ে আসে দীপক চাহারকে। দীপরেক এক্কেবারে প্রথম বলেই স্লিপে অভিষেক শর্মার ক্যাচ মিস করেন উইল জ্যাকস।
ম্যাচের প্রথম বলেই সজোরে শট নেওয়ার চেষ্টা করেন অভিষেক শর্মা। বল তাঁর ব্যাটের উপরের কানায় লেগে স্লিপ অঞ্চলে উড়ে যায়। স্লিপে দাঁড়ানো ফিল্ডার উইল জ্যাকস বলের পিছনে দ্রুত হাত নিয়ে যেতে পারেননি। ফলে বল তাঁর হাতে লেগে থার্ডম্যান অঞ্চলে গড়িয়ে যায়। শূন্য রানে আউট হওয়ার বদলে অভিষেক সেই বলে ২ রান উপহার পান।
দীপক চাহারের প্রথম ওভারেই ক্যাচ হতে হতে বেঁচে যান সানরাইজার্সের অপর ওপেনার ট্র্যাভিস হেডও। প্রথম ওভারের চতুর্থ বলে লেগ সাইডে শট নেন ট্র্যাভিস হেড। মিড-উইকেটে ফিল্ডিং করা করণ শর্মা আগে থেকেই হাঁটু গেড়ে বসে পড়েন। ফলে তিনি বলের ড্রপ অনুযায়ী নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারেননি। বল তাঁর হাতের সামনে মাটি ছুঁয়ে যায়। একটু তৎপর থাকলেই করণ ক্যাচ ধরতে পারতেন ট্র্যাভিসের। তাঁর প্রথম ওভারেই দু'টি ক্যাচ মিস হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ দেখায় দীপক চাহারকে।
অভিষেক শর্মার মতো ট্র্যাভিস হেডও ব্যক্তিগত শূন্য রানে জীবনদান পান। হেড ইনিংসের ৯.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার নো-বলে আউট হয়ে বেঁচে যান। পান্ডিয়া পুনরায় ৯.৪ ওভারে বল করলে ফ্রি-হিটে ক্যাচ হন ট্র্যাভিস। ফলে সেই যাত্রাতেও বেঁচে যান অজি তারকা। হেড ব্যক্তিগত ২৪ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয়বার ভাগ্যের সাহায্য পান।
আরও পড়ুন:- সহস্রবুদ্ধের সঙ্গে তর্ক, মুনাফ প্যাটেলের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করলেন শক্তি সিং
অভিষেক শর্মা শেষমেশ ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। হার্দিক পান্ডিয়ার বলে পরিবর্ত ফিল্ডার রাজ বাওয়ার হাতে ধরা পড়েন তিনি। হেড শেষ পর্যন্ত ৩টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন।