বাংলা নিউজ > ক্রিকেট > LPL 2023: টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ক্যান্ডিকে ফাইনালে তুললেন হাসারাঙ্গা
পরবর্তী খবর
LPL 2023: টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ক্যান্ডিকে ফাইনালে তুললেন হাসারাঙ্গা
2 মিনিটে পড়ুন Updated: 20 Aug 2023, 12:44 AM ISTAbhisake Koley
B-Love Kandy vs Galle Titans Lanka Premier League Qualifier 2: ফাইনালের আগে পর্যন্ত চলতি লঙ্কা প্রিমিয়র লিগে সব থেকে বেশি রান ও সর্বাধিক উইকেটের মালিক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ব্যাটেও সেরা হাসারাঙ্গা, বলেও সেরা তিনি। ছবি- এলপিএল টুইটার।
প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে-বলে দলের জয়ে অবদান রাখেন ওয়ানিন্দু। দ্বিতীয় কোয়ালিফায়ারেও তার অন্যথা হয়নি। ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি রান করার পাশাপাশি যুগ্মভাবে সব থেকে বেশি উইকেটও নেন তিনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ফাইনালের আগে পর্যন্ত হাসারাঙ্গাই টুর্নামেন্টের সর্বাধিক রান ও সব থেকে বেশি উইকেটের মালিক।
আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বি-লাভ ক্যান্ডি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন হাসারাঙ্গা। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৮ রান করে আউট হন। এছাড়া ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩৮ রান করেন দীনেশ চণ্ডীমল।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৪, চতুরঙ্গ ডি'সিলভা ১৫ ও আসিফ আলি ১০ রানের যোগদান রাখেন। ২টি করে উইকেট নেন গলের লাহিরু কুমারা ও সোনাল দিনুশা। শাকিব আল হাসান ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে গল টাইটানস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৩ রানে আটকে যায়। ৩৪ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে বি-লাভ ক্যান্ডি। সোনাল ২৮, লিটন দাস ২৫, শাকিব আল হাসান ১৭, লসিথ ক্রুলপুল্লে ১৪, কাসুন রজিথা ১০ ও লাহিরু কুমারা ১০ রান করেন। দাসুন শানাকা ৪ রান করে আউট হন। শাকিব টুর্নামেন্টে ব্যাট হাতে একটি ম্যাচেও নজর কাড়তে পারেননি। তাঁর বোলিং পারফর্ম্যান্সও গড়পড়তা।
ক্যান্ডির হয়ে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন হাসারাঙ্গা। ২টি করে উইকেট পকেটে পোরেন চতুরঙ্গ ও মহম্মদ হাসনাইন। মুজিব উর রহমান দখল করেন ১টি উইকেট। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হাসারাঙ্গা।
রবিবার (২০ অগস্ট) লঙ্কা প্রিমিয়র লিগের ফাইনালে ডাম্বুলা অরার বিরুদ্ধে মাঠে নামবে বি-লাভ ক্যান্ডি। খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।