আসন্নি দলীপ ট্রফিতে দেখা যাবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের, যার মধ্যে রয়েছে শুভমন গিল, লোকেশ রাহুল, টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। এবার ঘরোয়া ক্রিকেটে তারকাদের খেলা নিয়েই মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। বললেন শ্রেয়স-কিষানদের ঘটনার জন্যই এখন সকলে ঘরোয়া ক্রিকেটে খেলছেন।
‘আমরা ওদের সম্মান করি,ওরা চাকর নয়’…বিরাট-রোহিতের দলীপে না থাকা নিয়ে মন্তব্য জয় শাহ-র। ছবিতে ইশান কিষান এবং শ্রেয়র আইয়ার। ছবি- হিন্দুস্তান টাইমস
শ্রীলঙ্কা সিরিজে বহুদিন পর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়স আইয়ারের। গতবছর বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলে তাঁর আনাগোনা কমে যায়। ইশান কিষানও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন, শারীরিক সমস্যার কারণ দেখিয়ে। যদিও চোটের অজুহাতে সরে গেলেও শ্রেয়স আইয়ার বা ইশান কিশানদের ফিটনেস নিয়ে এনসিএ ছিল অন্ধকারেই। এনসিএ দাবি করেছিল এই দুই ক্রিকেটারের ফিটনেসের কোনও সমস্যাই নেই। তবুও জাতীয় দলে খেলা এই দুই ক্রিকটার ঘরোয়া ক্রিকেটে খেলতে চাননি। পুরো বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ।
তৎকালীন কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক অজিত আগরকরদের স্পষ্ট নির্দেশ ছিল জাতীয় দলে ঢুকতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করতেই কোপের মুখে পড়েন দুই ক্রিকেটার। শ্রেয়স আইয়ার শেষ দিকে রণজির ফাইনাল ম্যাচে খেললেও ইশান ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচেও ঘরোয়া ক্রিকেটে নামেননি, পাল্টা বিসিসিআইও তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেয়। টি২০ বিশ্বকাপের দলেও তাঁদের রাখা হয়নি।
দুই ক্রিকেটারই বুঝে যান, ভালোয় ভালোয় ঘরোয়া ক্রিকেটে না খেলে বেশি জেদ দেখালে আর হয়ত জাতীয় দলে ফেরাই হবে না তাঁদের। এরপর তাঁরা সুর নরম করতেই শ্রেয়স শ্রীলঙ্কা সিরিজে ডাক পান, ইশান কিষান বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নেমেই শতরান করেছেন। দলীপ ট্রফিতেও এবারে দেখা যাবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের, যার মধ্যে রয়েছে শুভমন গিল, লোকেশ রাহুল, টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। এবার ঘরোয়া ক্রিকেটে তারকাদের খেলা নিয়েই মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ, বললেন শ্রেয়স-কিষানদের ঘটনার জন্যই এখন সকলে ঘরোয়া ক্রিকেটে খেলছেন।
জয় শাহ বলছেন, ‘যদি তোমরা এবারে দলীপ ট্রফি দেখ, তাহলে বিরাট কোহলি-রোহিত শর্মা ছাড়া সব ক্রিকেটাররাই খেলছে। এর কারণ আমি কিছু কঠোর পদক্ষেপ নিয়েছি। ইশান কিষান, শ্রেয়স আইয়ারও খেলছে দলীপে। আমরা এই বিষয়ে একটু কঠোর হয়েছি। রবীন্দ্র জাদেজা যখন চোট পেয়েছিল, তখন আমি ওকে ফোন করে বলেছিলাম একটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচে খেলতে। বিষয়টা সকলের কাছেই খোলসা হয়ে গেছে, জাতীয় দলে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েই ফিরতে হবে ’।
বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কেন ছাড় দেওয়া হল দলীপ ট্রফিতে? জয় শাহ উত্তরে বলছেন, ‘বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাড়তি চাপ দিয়ে দলীপ ট্রফি খেলতে বলার কোনও মানেই হয়না। সেক্ষেত্রে চোটাঘাতের ভয় থাকবে। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দিকেও তাকাতে হবে, ওদের সেরা প্লেয়াররা কেউ ঘরোয়া ক্রিকেট খেলে না। আমাদের উচিত খেলোয়াড়দের সম্মান দেওয়া,ওদের সঙ্গে চাকরের মতো ব্যবহার করা উচিত নয় ’।