ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে তাদের ২০২৫ আইপিএল অভিযান শুরু করবে। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে নাইটদের জয়ের অনুপাতই বেশি। তারা এই ভেন্যুতে ৮৮টি ম্যাচের মধ্যে ৫২টি ম্যাচেই জিতেছে।
ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্যান
ম্যাচ খেলেছে- ৮৮টি
জয় পেয়েছে- ৫২টিতে
হেরেছে- ৩৬টিতে
ব্যাটিং গড় - ২৯.৪৩
ব্যাটিং রান রেট- ৮.৫৮
বোলিং গড়- ২৬.১৯
বোলিং ইকোনমি রেট- ৮.৩০
আইপিএল ২০২৪-এ, নাইট রাইডার্স তাদের ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সাতটি ম্যাচের মধ্যে তারা পাঁচটিতেই জিতেছিল। ঘরের মাঠে দলের সর্বোচ্চ স্কোর ছিল ছয় উইকেটে ২৬১ রান, যেটা পাঞ্জাব কিংস তাড়া করতে সক্ষম হয়েছি।
ইডেন গার্ডেন্সে আইপিএলের মূল পরিসংখ্যান
সর্বোচ্চ দলীয় স্কোর- ২৬২/২ পাঞ্জাব কিংস, কেকেআর-এর বিরুদ্ধে (২০২৪)
সর্বনিম্ন দলীয় স্কোর- ৪৯ রানে অলআউট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কেকেআর-এর বিরুদ্ধে (২০১৭)
সর্বাধিক রান করেছেন- গৌতম গম্ভীর- ১৪০৭
সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন- সুনীল নারিন- ৭০
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর- ১১২ রান, রজত পতিদার (আরসিবি) বনাম লখনউ সুপার জায়ান্টস (২০২২)
সেরা বোলিং পারফরম্যান্স - ৫/১৯ সুনীল নারিন (কেকেআর) বনাম কিংস ইলেভেন পঞ্জাব (২০১২)
আরও পড়ুন: অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে ব্যাট হাতে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল
ইডেন গার্ডেন্সে ঐতিহ্যগত ভাবে রান তাড়া করা দলই সবচেয়ে বেশি জয় পেয়েছে। রান তাড়া করার ক্ষেত্রে, শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বিসিসিআই-এর নতুন নিয়মের কারণে অধিনায়কদের চিন্তাভাবনায় বদল আসতে পারে। বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, মাঠে অতিরিক্ত শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর আম্পায়াররা বোলিং দলের হাতে নতুন বল তুলে দিতে পারেন।
ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে রান তাড়া করা দলই জয় পেয়েছে বেশি
ম্যাচ-৯৩টি
প্রথম ব্যাট করা দল জিতেছে- ৩৮টি ম্যাচ (৪০.৮৬%)
রান তাড়া করা দল জিতেছে- ৫৫টি ম্যাচ (৫৯.১৪%)
টস জেতা দল জিতেছে - ৪৯টি ম্যাচ (৫২.৬৯%)
টস হারা দল জিতেছে- ৪৪টি ম্যাচ (৪৭.৩১%)
আরও একটি মজার পরিসংখ্যান রয়েছে ইডেনের পিচে। আইপিএলের ইতিহাস যদি ঘেটে দেখা যায়, তবে দেখতে পারবেন, ২০২২ সাল পর্যন্ত এই মাঠে ২০০ বা তার বেশি রান হয়েছে মোটে ১০ বার। কিন্তু গত দু'বছর অর্থাৎ ২০২৩ এবং ২০২৪ সালে মুড়িমুড়কির মতো রান হয়েছে এই পিচে। গত দু'বছরে মোট ইডেনের পিচে ২০০ বা তার বেশি রান হয়েছে মোট ১২ বার।