1 মিনিটে পড়ুন Updated: 08 Jun 2024, 10:44 AM ISTMoinak Mitra
আইপিএল-এ বাকি দলের সঙ্গে পার্থক্য রয়েছে তাঁদের। দলের মধ্যে একতা রয়েছে, ভালোবাসা রয়েছে একে অপরের প্রতি, বলছেন কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নায়ার। দলের জয়ের থেকেও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবেন শাহরুখ খান, বলছেন গৌতম গম্ভীরের ডেপুটি
আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, সঙ্গে শাহরুখ খান। ছবি- কেকেআর এক্স
আইপিলএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বহুদিন পর দলগত সংহতিতেই এসেছে ট্রফি। প্রত্যেক ক্রিকেটারই কোনও না কোনওভাবে দলের জয় অবদান রেখেছেন। দলের মধ্যে সঙঘবদ্ধতার জেরে ফিল সল্ট প্লে অফের আগে দল ছেড়ে দেশে ফিরলেও তাঁর প্রভাব পড়েনি নাইট রাইডার্সের খেলায়। সহজেই সানরাইজার্সকে পরপর দুবার হারিয়ে তৃতীয়বারের জন্য ঘরে ট্রফি তুলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। দলের চ্যাম্পিয়ন হওয়ার পর এক পডকাস্টে নাইটদের সাফল্যের রসায়ন জানিয়েছেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার, দলের এক্স ফ্যাক্টর হচ্ছে ঐক্যতা এবং একে অপরের প্রতি ভালোবাসা, বলছেন অভিষেক নায়ার। অন্য দলের সঙ্গে কেকেআরের পার্থক্য রয়েছে, দাবি করেছেন তিনি।
আইপিএলের সময় সচরাচর সব ফ্র্যাঞ্চাইজিগুলোই দাবি করে থাকে তাঁরা একটা পরিবারের মতো। এরপর খারাপ পারফরমেন্স করলে লোকেশ রাহুলকে সবার সামনে অপমানিত করাও হয়। কিন্তু এই জায়গায় নাইট রাইডার্স অনেক আলাদা, বলছেন সহকারী কোচ অভিষেক নায়ার। নিজেদের দলের স্বার্থের থেকেও ক্রিকেটারের স্বার্থের বিষয়টি বেশি দেখে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি, বলছেন কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর।
অভিষেক নায়ার এক পডকাস্টে দলের সাফল্যের কারণ বলতে গিয়ে জানান, ‘সব দলই বলে তাঁরা একটা পরিবার, আমরাও সেটা বলি। কিন্তু আমাদের দল বাকিদের থেকে অনেকটাই আলাদা। যেভাবে এই দল ক্রিকেটারদের, সমর্থকদের ভালোবাসে, তা বলে বোঝানো যাবে না। একে অপরের প্রতিও একটা ভরসা, ভালোবাসা রয়েছে, এটাই নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর। শুধু মুখে পরিবার বলা নয়, সত্যিকারেই নাইট রাইডার্স একটা পরিবার, আইপিএলের বাইরেও। আইপিএলে ভালো করুক বা করুক, ক্রিকেটার উন্নতি করছে কিনা সেটাই আমরা বেশি নজর দি। আমরা যখন রিঙ্কু সিংকে নিয়েছিলাম, ও বলেছিল আমি লাল বলে রান করতে চাই, এরপর ফার্স্ট ক্লাসে ও ৮৮০ রান করেছিল সেবার, এটা আমি কখনও ভুলতে পারব না ’।
দলের কর্ণধার ও টিম ম্যানেজমেন্ট সব সময় ক্রিকেটারদের পাশে কীভাবে দাঁড়ায় সেটা বলতে গিয়ে অভিষেক নায়ার বলেন, ‘ভেঙ্কি স্যার সব সময়ই বলে আইপিএল আইপিএলের মতো চলবে, কিন্তু নতুনদের ক্রিকেটার হিসেবে ভালোভাবে তৈরি কর। রিঙ্কু এসে বলেছিল, যদি লাল বলে রান না করতে পারি, তাহলে ইউপিতে আমায় কেউ বুঝতে পারবে না। ক্রিকেটারদের ভবিষ্যৎ সব সময় সুনিশ্চিত করতে চায় নাইট রাইডার্স। যেভাবে ক্রিকেটারদের কপালে চুম্বন দিয়ে জড়িয়ে ধরে শাহরুখ খান বা ভেঙ্কি স্যার, এটা ক্রিকেটারদের আলাদা একটা ভালোবাসার জায়গা, ফলে আমি বলতে পারি এই জায়গায় নাইট রাইডার্স বাকিদের থেকে আলাদা’।