
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টুর্নামেন্টের ১৩৫ বছরের ইতিহাসে যা কখনও ঘটেনি, কাউন্টি চ্যাম্পিয়নশিপে ঠিক তেমনই কীর্তি গড়ল ইয়র্কশায়ার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এক ইনিংসে যত রান তোলা নিতান্ত কঠিন কাজ বলে মনে করা হয়, তারা ম্যাচ জিতল তেমনই বিশাল ব্যবধানে। সহজ কথায়, কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ল ইয়র্কশায়ার।
জয়ের ব্যবধান শুনলে চমকে যাওয়াই স্বাভাবিক। নতুন কাউন্টি মরশুমে নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচেই ওরস্টারশায়ারকে ৫০৪ রানের অবিশ্বাস্য ব্যবধানে হারিয়ে দেয় ইয়র্কশায়ার। উল্লেখ্য, ১৮৯০ সাল থেকে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে এর আগে কোনও দল ৫০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জেতেনি।
এতদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড ছিল সারের নামে। তারা ২০০২ সালে ওভালে লেস্টারশায়ারের বিরুদ্ধে ৪৮৩ রানে ম্যাচ জেতে। সুতরাং, সারের সেই রেকর্ড এবার ভেঙে দেয় ইয়র্কশায়ার।
লিডসে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইয়র্কশায়ার। তারা প্রথম ইনিংসে ১০১.২ ওভার ব্যাট করে ৪৫৬ রান সংগ্রহ করে। অ্যাডাম লিথ ৬৭, ডেভিড মালান ৯৮, জর্জ হিল ৬৩ ও জর্ডন থম্পসন ৭০ রান করেন। ওরস্টারশায়ারের হয়ে ৩টি করে উইকেট নেন জেকব ডাফি ও বেন অ্যালিসন।
পালটা ব্যাট করতে নেমে ওরস্টারশায়ার ৬৬.৩ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায়। জ্যাক লিবি ৫৩ ও গ্যারেথ রডেরিক ৩৭ রান করেন। ইয়র্কশায়ারের হয়ে বেন কর্ড ৪টি ও জর্ডন থম্পসন ৩টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের নিরিখে ২৯৪ রানে এগিয়ে থেকে ইয়র্কশায়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তারা দ্বিতীয় ইনিংসে ৫৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩১৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। ডমিনিক বেস ১০৭ রান করেন। ৭৬ রান করে নট-আউট থাকেন ডেভিড মালান। ক্যাপ্টেন জনি বেয়ারস্টো ৪৪ রানে অপরাজিত থাকেন। বেন অ্যালিসন ওরস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- রোহিতের পরামর্শ শুনতেই চাননি জয়াবর্ধনে, কোচের ইগোই ম্যাচ হারাতো মুম্বইকে, ক্ষোভ হরভজনের
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য ওরস্টারশায়ারের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬১০ রানের। তবে তারা শেষ ইনিংসে অল-আউট হয় মাত্র ১০৫ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় মোটে ৩৭.১ ওভার। গ্যারেথ ২৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন ইয়র্কশায়ারের জর্জ হিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports