গুজরাট টাইটান্স রবিবার (১৮ মে) দিল্লি ক্যাপিটালসকে একেবারে ধুইয়ে দিয়েছে। দিল্লিরই ঘরের মাঠে ১০ উইকেটে অক্ষর প্যাটেলের দলকে গোহারান হারিয়েছেন শুভমন গিলরা। সেই সঙ্গে তারা পৌঁছে গিয়েছে আইপিএল ২০২৫ মরশুমের প্লে-অফে। শুধু নিজেরাই একা প্লে-অফে ওঠেনি টাইটান্স, তারা জিতে সুবিধে করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসকেও। দিল্লি হারায়, এই দুই দলও হাসতে হাসতে নকআউটে উঠে পড়ল। তিনটি দল প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করে ফেলায়, বাকি থাকল এখন একটি মাত্র জায়গা। আর সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে তিন দল- মুম্বই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট), দিল্লি ক্যাপিটালস (১২ ম্যাচে ১৩ পয়েন্ট) এবং লখনউ সুপার জায়ান্টস (১১ ম্যাচে ১০ পয়েন্ট)।
এদিন ডাবল হেডারের ম্যাচের পর পয়েন্ট টেবলের অবস্থান মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন দিল্লিকে হারিয়ে ফের শীর্ষস্থানের দখল নিয়েছে গুজরাট টাইটান্স। দুইয়ে নেমে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনে রয়েছে পঞ্জাব কিংস। আইপিএল পয়েন্ট টেবলের বাকি দলগুলোর আর কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১২ ম্যাচে ৯টি জয়, ৩টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৫)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
আরও পড়ুন: GT-র বিরুদ্ধে আগ্রাসী শতরান, প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ নয়া ইতিহাস DC-র রাহুলের, হল একাধিক নজির
৩) পঞ্জাব কিংস- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩৮৯)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১২ ম্যাচে ৭টি জয়, ৫টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৫৬)
৫) দিল্লি ক্যাপিটালস- ১২ ম্যাচে ৬টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.২৬০)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
আরও পড়ুন: চার বছর পর IPL-এর করোনা আতঙ্ক, যে কারণে LSG-র বিরুদ্ধে খেলতে পারবেন না SRH-এর তারকা ওপেনার
৭) লখনউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৪৬৯)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১১ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
৯) রাজস্থান রয়্যালস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭০১)
১০) চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৯৯২)