দিল্লি ক্যাপিটালসে যোগদানের পর তারকা ব্যাটসম্যান কেএল রাহুল যেন পুরো বদলে গিয়েছেন। যদিও তিনি আগের মতোই ধারাবাহিক ভাবে রান করছেন, কিন্তু এখন তিনি নতুন করে তাঁর পুরনো স্টাইলে আক্রমণাত্মক ব্যাটিং করছেন। এমন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য হাত ধরেই রাহুল, রবিবার (১৮ মে) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ মরশুমের ৬০তম ম্যাচে রাহুল ৬০ বলে এই সেঞ্চুরিটি করেন। তিন বছর পর ফের, আইপিএলে সেঞ্চুরি করলেন রাহুল। সেই সঙ্গে গড়ে ফেললেন নয়া নজিরও।
এদিন ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কেএল রাহুলের ধ্রুপদী ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে। এই মরশুমে ফের রাহুলের ব্যাটিং পজিশন পরিবর্তন করা হয়েছিল। এবং তিনি গুজরাটের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন। আর ওপেন করতে নেমেই তিনি শতরান করে ফেললেন। সেই সঙ্গে দিল্লিকে পৌঁছে দিলেন ১৯৯ রানে।
২০২৫ সালের আইপিএলে প্রথম বারের মতো এমন সেঞ্চুরি হয়েছে
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লির হয়ে ওপেন করতে নামেন রাহুল। তবে শুরুটা তিনি মন্থর করেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই তিনি আগ্রাসী হয়ে উঠেছেন। রাহুল ৩৫ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন। পরের ২৫ বলে তিনি সেঞ্চুরি করে ফেলেন। দিল্লির ইনিংসের ১৯তম ওভারে রাহুল তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। ৬০ বলে এই শতরান পূরণ করেন কেএল। দুরন্ত একটি বাউন্ডারি হাঁকিয়ে রাহুল তাঁর আইপিএল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছক্কা। রাহুলের সেঞ্চুরির সবচেয়ে বিশেষ দিক ছিল, তিনি ২০২৫ সালের আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ডানহাতি ব্যাটসম্যান হয়েছেন। এর আগে, চলতি মরশুমে করা চারটি সেঞ্চুরির সবকটিই ছিল বাঁহাতি ব্যাটসম্যানদের।
ইতিহাস লিখলেন রাহুল
এই সেঞ্চুরির মাধ্যমে, কেএল রাহুল এমন একটি রেকর্ড গড়েছেন, যা ভাঙতে কয়েক বছর সময় লাগতে পারে। কেএল রাহুলই একমাত্র ব্যাটার, যিনি আইপিএলে তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। পঞ্জাব কিংসের হয়ে খেলার সময়ে রাহুল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে শতরান করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময়ে তিনি ২বারই মুম্বইয়ের দলের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন। আর এদিন দিল্লির জার্সিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাহুল।
৩ বছর পর সেঞ্চুরি করলেন
রাহুল এদিন ৬৫ বলে ১৪টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই সেঞ্চুরির মাধ্যমে রাহুল ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। এর আগে, আইপিএল ২০২২ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে রাহুল ২টি সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে এটি রাহুলের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। প্রসঙ্গত, গুজরাট টাইটান্সের দলের বিরুদ্ধে সেঞ্চুরি করে রাহুল আইপিএলে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শুভমন গিলকেই (৪) ছাড়িয়ে গেলেন। রাহুল এখন এই তালিকায় চতুর্থ স্থানে চলে এসেছেন। রাহুলের আগে রয়েছেন বিরাট কোহলি (৮), জস বাটলার (৭) এবং ক্রিস গেইল (৬)।