আইপিএল ২০২৫ মরশুম আবার শুরু হয়েছে। আর এই পর্বে প্লে-অফের লড়াই একেবারে জমে উঠেছে। তবে ইতিমধ্যেই চারটি দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে। তার মধ্যে একট দল হল রাজস্থান রয়্যালস। তাদের কাছে এই মুহূর্তে বাকি ম্যাচ সবই কার্যত নিয়মরক্ষার। আইপিএল ২০২৫ মরশুমে রাজস্থান রয়্যালস অনেক ভুলভ্রান্তি করেছে, যে কারণে তাদের এমন শোচনীয় দশা। রাজস্থানের ভুলগুলির মধ্যে একটি হল ফিল্ডিং সংক্রান্ত। তাদের হতশ্রী ফিল্ডিং ডুবিয়েছে দলকে। রাজস্থানের প্লেয়াররা এবার সহজতম ক্যাচও হাত দিয়ে গলিয়েছে। সেই সঙ্গে ম্যাচ চলে গিয়েছে হাতের বাইরে। আর ক্যাচ মিস করেই লজ্জার নজির গড়েছেন আরআর। এই মরশুমে সবচেয়ে বেশি ক্যাচ মিসের তালিকায় আপাতত শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।
খারাপ ফিল্ডিং ডোবাচ্ছে আরআর-কে
রবিবার (১৮ মে) পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে রাজস্থান শুরুটা বেশ ভালো করেছিল। প্রথমে বোলিং করতে নেমে, রাজস্থান মাত্র ১৯ বলের মধ্যে পঞ্জাবের শীর্ষ ৩ ব্যাটসম্যানের উইকেট তুলে নেয়। কিন্তু তা সত্ত্বেও, পঞ্জাব কিংস ২১৯ রানের বিশাল স্কোর করে ফেলে। এবং এর একটি কারণ ছিল রাজস্থানের দুর্বল ফিল্ডিং, যা পঞ্জাবের ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছিল।
আরও পড়ুন: GT-র বিরুদ্ধে আগ্রাসী শতরান, প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ নয়া ইতিহাস DC-র রাহুলের, হল একাধিক নজির
পঞ্জাব কিংসের ইনিংসের দ্বিতীয় ওভারেই ফজলহক ফারুকি ফাইন লেগে তুষার দেশপাণ্ডের বলে প্রিয়াংশ আর্যের ক্যাচ ফেলে দেন। প্রিয়াংশ সেই বলে ২ রান নিয়েছিলেন। তবে, এটি খুব বেশি ব্যয়বহুল ছিল না, কারণ প্রিয়াংশ পরের বলেই আউট হয়ে যান। কিন্তু এর পরেও রাজস্থানের ফিল্ডিংয়ে কোনও উন্নতি হয়নি। ইনিংসের ১২তম ওভারে ওয়ানিন্দু হাসরাঙ্গা নিজেই নিজের পঞ্চম বলে নেহাল ওয়াধেরার ক্যাচ ফেলে দেন। যদিও ক্যাচটি একটু কঠিন ছিল, কিন্তু রাজস্থানকে এর মূল্য দিতে হয়েছিল। সেই সময় নেহাল ৪৮ রানে ব্যাট করছিলেন। নেহাল শেষমেশ ৩৭ বলে ৭০ রান করে আউট হন।
রাজস্থানের দুর্বল ক্যাচিং, ইনিংসের শেষ বল পর্যন্ত অব্যাহত ছিল, যখন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী পিছনের দিকে দৌড়ানোর সময় শশাঙ্ক সিংয়ের একটি ক্যাচ ফেলে দেয়। যদিও এটি ইনিংসের শেষ বলে ছিল, তবুও এটি পঞ্জাবকে ২টি গুরুত্বপূর্ণ রান এনে দেয়।
আরও পড়ুন: চার বছর পর IPL-এর করোনা আতঙ্ক, যে কারণে LSG-র বিরুদ্ধে খেলতে পারবেন না SRH-এর তারকা ওপেনার
সর্বোচ্চ ক্যাচ মিস করেছে রাজস্থান
সামগ্রিক ভাবে, এই মরশুমে রাজস্থানের দুর্বল ফিল্ডিং বাজে ভাবে ডুবিয়েছে দলকে। দলটি এই মরশুমে মোট ২৩টি ক্যাচ ফেলেছে, যা টুর্নামেন্টের ১০টি দলের মধ্যে সর্বোচ্চ। এর থেকে বোঝা যাচ্ছে যে, রাজস্থানের ব্যাটিং যতটা না খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী, এই মরশুমে তাদের ফিল্ডিং তার চেয়েও বেশি দায়ী। নেহাল ওয়াধেরার ক্যাচ ফেলে দেওয়া রাজস্থান রয়্যালসের জন্য ব্যয়বহুল প্রমাণিত হয়ে যায়, এবং তারা মাত্র ১০ রানে ম্যাচটি হেরে যায়। পঞ্জাবের দেওয়া ২২০ রানের লক্ষ্যের জবাবে রাজস্থানের ইনিংস ৭ উইকেটে ২০৯ রানে শেষ হয়ে যায়। সেই সঙ্গে রাজস্থান এই নিয়ে ২০২৫ মরশুমে তাদের দশম পরাজয়ের মুখোমুখি হল।