বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বলে জিতে এক লাফে আইপিএল পয়েন্ট টেবলের চার থেকে শীর্ষে উঠে পড়ল গুজরাট টাইটান্স। নিঃসন্দেহে ভালো জায়গায় পৌঁছে গেলেন শুভমন গিলরা। ১১ ম্যাচের ৮টিতে জিতে তারা এখন লিগ টেবলের এক নম্বর দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ৮টি ম্যাচ জিতেছে। তবে গুজরাটের নেট রানরেট আরসিবি-র চেয়ে ভালো।
এদিকে ম্যাচ হেরে বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এই ম্যাচে জেতাটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্লে-অফের লড়াইয়ে থাকা দলগুলির মধ্যে একমাত্র মুম্বই-ই ১২টি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে সাতটিতে তারা জিতেছে। পয়েন্ট ১৪। মুম্বইয়ের আর দু'টো ম্যাচ বাকি। সেই দুই ম্যাচে মুম্বই মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের। এই ২টি ম্যাচ এখন জিততেই এমআই-কে। আর দুই ম্যাচ জিতলে হার্দিক পান্ডিয়ারা পৌঁছবেন ১৮ পয়েন্টে। এর বেশি পয়েন্ট তারা কিন্তু পাবে না। অর্থাৎ মুম্বইয়ের চাপ নিঃসন্দেহে বাড়ল। আপাতত মুম্বই তিন তেকে চারে নেমে এসেছে। তবে মুম্বইয়ের প্লাস পয়েন্ট তাদের রানরেট বেশ ভালো।
এদিকে গুজরাট টাইটান্স শীর্ষে ওঠায়, পয়েন্ট টেবলে পতন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের। আরসিবি দুইয়ে এবং পঞ্জাব তিনে নেমে গেল।
এদিকে যাই পরিস্থিতি হোক না কেন, কলকাতা নাইট রাইডার্সকে এখন বাকি তিনটি ম্যাচই জিততে হবে। একটি ম্যাচে পা হড়কালেই প্লে-অফের আশা শেষ হয়ে যাবে কলকাতার। সেই সঙ্গে তাদের নেট রানরেটের দিকেও নজর রাখতে হবে।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৩)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
আরও পড়ুন: ৪০ কেন ৪৫ বছর পর্যন্ত… ভারতীয় দলে রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর
৩) পঞ্জাব কিংস- ১১ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭৬)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১২ ম্যাচে ৭টি জয়, ৫টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৫৬)
৫) দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১১ ম্যাচে ৫টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.২৪৯)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৪৬৯)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১১ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
৯) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৮)
১০) চেন্নাই সুপার কিংস- ১১ ম্যাচে ২টি জয়, ৯টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.১১৭)