ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এক অনন্য উপায়ে স্বাগত জানিয়েছে। লখনউ তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে, শামার যে ঘরে বসে রয়েছেন, তাঁর ওয়াই-ফাই পাসওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। শামার উত্তরে বলেন, ‘টুটা হ্যায় গাব্বা কা ঘামন্ড (গাব্বার গর্ব ভেঙে গিয়েছে)’।
আরও পড়ুন: ১৬ বছরে কোহলি-ফ্যাফরা পারেননি, দ্বিতীয় বছরেই নজির স্মৃতিদের, দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর
২০২১ সালে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিখ্যাত জয়ের কথা উল্লেখ করা হয়েছে। ৩২ বছর পর টেস্ট এবং একটি সিরিজে গাব্বায় অস্ট্রেলিয়ার প্রথম পরাজয় চিহ্নিত করেছিল। ২-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেছিল। ৩২৮ রান তাড়া করার সময় ঋষভ পন্ত ম্যাচ-উইনিং শট মারার পর, ধারাভাষ্যকর এবং প্রাক্তন ক্রিকেটার বিবেক রাজদান এই কথাগুলো বলেছিলেন, যেটি তখন থেকে ক্রিকেটের ধারাভাষ্যের একটি আইকনিক অংশ হয়ে উঠেছে। কারণ সেই সিরিজে বিরাট কোহলি সহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সেই সিরিজকে ভারতের জন্য কঠিন করে দিয়েছিল। প্রসঙ্গত, লখনউ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সেই হারের সময়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন।
আরও পড়ুন: RCB-তে যোগ দিতে চলেছেন জোফ্রা আর্চার? তারকা পেসারের ইনস্টা স্টোরি ঘিরে জল্পনা শুরু