গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০২৪ আইপিএল মরশুমে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন। এটি পরিবর্তনটির পরই পুরো আলোড়ন পড়ে গিয়েছিল। হার্দিক অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল। কিন্তু হার্দিককে ২০২১ মরশুমের পরে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছিল। যাইহোক ২০২২ মরশুমে আইপিএলে অভিষেক হওয়া দল গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিতে দেখা যায় হার্দিককে। তার অধিনায়কত্বে অভিষেক মরশুমেই শিরোপা জেতে গুজরাট। এবং পরের বছরও তারা আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। তবে রানার্স হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। তার পরেও গুজরাট ছেড়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসা, আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে গিয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, তিনি তাঁর প্রাক্তন ক্লাবে পুনরায় যোগদান করেন এবং আইকনিক রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে দলের নেতৃত্বের দায়িত্ব নেন। রোহিত আবার মুম্বইকে অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা জিতিয়েছিলেন।
আরও পড়ুন: এমন কোন গুণ ধোনি, কোহলি, সচিনের নেই কিন্তু তাঁর আছে, নিজের মুখেই জানালেন সৌরভ
হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর, গুজরাট টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করা হয় প্রতিভাবান তরুণ ওপেনার শুভমান গিলকে। তবে এই দল পরিবর্তন নিয়ে ভারতের তারকা পেসার মহম্মদ শামি, যিনি গুজরাট টাইটান্সকে সাফল্য এনে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০২৩ সালের আইপিএল সংস্করণে পার্পল ক্যাপ অর্জন করেছিলেন, তিনি দাবি করেছেন, এই ধরনের পদক্ষেপগুলি একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে একটি সাধারণ বিষয়।
শামি নিউজ ২৪-কে বলেছেন, ‘দেখুন, কে চলে যাচ্ছে তাতে কিছু যায় আসে না। দলের ভারসাম্য দেখতে হবে। হার্দিক এই দলে ছিল, ও ভালো অধিনায়কত্ব করেছে। ও দু'টি সংস্করণেই আমাদের ফাইনালে নিয়ে গিয়েছিল এবং ২০২২ সালে আমাদের শিরোপা জিতিয়েছি। কিন্তু গুজরাট হার্দিকে আজীবনের জন্য সই করায়নি। এটা ওর সিদ্ধান্ত। শুভমনকে এখন অধিনায়ক করা হয়েছে, এবার ও অভিজ্ঞতা অর্জন করবে। কোনও একদিন ও চলেও যেতে পারে। এবং এটি খেলার একটি অংশ। খেলোয়াড়রা আসে এবং খেলোয়াড়রা যায়।’
তিনি আরও যোগ করেছেন, ‘কেউ যখন অধিনায়ক হয়, তখন তার পারফরম্যান্সের দিকে নজর দেওয়ার সঙ্গে দায়িত্ব সামলানো গুরুত্বপূর্ণ। আর সেই দায়িত্ব এ বার দেওয়া হয়েছে শুভমনকে। ওর উপর কিছু থাকতেই পারে, কিন্তু খেলোয়াড়রা কমবেশি একই রকম। তাই ওর চিন্তা করার দরকার নেই। আপনাকে খেলোয়াড়দের ভালো ভাবে পরিচালনা করতে হবে এবং খেলোয়াড়দের থেকে সেরাটা বের করতে হবে।’