বাংলা নিউজ > ক্রিকেট > Surya Kumar Yadav dedicates win to Army: ম্যাচ শেষে ভারতীয় সামরিক বাহিনীকে উৎসর্গ জয়, আবেগঘন বার্তায় মন জয় করলেন সূর্য
পরবর্তী খবর
এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্কের অন্ত ছিল না। ভারতে একটা বড় অংশ চাইছিল এই ম্যাচটি যাতে বয়কট করা হয়। তবে ভারতীয় সরকার এই সংক্রান্ত নীতিমালা প্রকাশের পর বিসিসিআই স্পষ্ট করে, ম্যাচ হবে। এবং ম্যাচটি হয়। পহেলগাঁও হামলা পরবর্তী সময় এই ম্যাচ অবশ্য বহু ভারতীয়র ভাবাবেগে আঘাত হেনেছে। বিশেষ করে পহেলগাঁও হামলায় স্বজন হারানো মানুষগুলো এই ম্যাচের বিরোধিতায় মুখ খুলেছিলেন। এই সব বিতর্কের মাঝেই ম্যাচ জিতে পহেলগাঁওয়ের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন সূর্য। ভারতীয় অধিনায়ক এই জয় সেনাকে উৎসর্গ করেন। (আরও পড়ুন: ম্যাচ হারার থেকেও হাত মেলাতে না পারায় বেশি হতাশ পাক! মুখ খুললেন কোচ)