বাংলা নিউজ > ক্রিকেট > India Test Squad: শেষ তিন টেস্টেও নেই বিরাট, রোহিতের সংসারে মাথা গলিয়ে দিলেন বাংলার আকাশ দীপ- চোখ রাখুন স্কোয়াডে
পরবর্তী খবর
India Test Squad: শেষ তিন টেস্টেও নেই বিরাট, রোহিতের সংসারে মাথা গলিয়ে দিলেন বাংলার আকাশ দীপ- চোখ রাখুন স্কোয়াডে
1 মিনিটে পড়ুন Updated: 10 Feb 2024, 11:02 AM ISTAbhisake Koley
India Test Squad For England Series: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্টের স্কোয়াডে নেই শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার মাঠে নামার সম্ভাবনা নিয়ে আপডেট মিলল BCCI-এর বিজ্ঞপ্তিতে।
ভারতের টেস্ট দলে জায়গা পেলেন বাংলার আকাশ দীপ। ছবি- সিএবি।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষিত হল। ভারতীয় সমর্থকদের জন্য খারাপ খবর এই যে, বিরাট কোহলি প্রথম ২টি টেস্টের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্টেও মাঠে নামবেন না। বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য খুশির খবর হল, মুকেশ কুমারের পরে বাংলার আরও এক পেসার ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে।
জাতীয় নির্বাচকরা দ্বিতীয় টেস্টের মূল স্কোয়াডটিকেই কার্যত ধরে রাখেন শেষ তিনটি টেস্টের জন্য। তবে বাদ পড়েন আবেশ খান। তাঁর বদলে দলে ঢোকেন বাংলার পেসার আকাশ দীপ, যিনি ভারতীয়-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন।
বিরাট কোহলি ব্যক্তিগত কারণেই বাকি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়ে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। প্রত্যাশা মতোই ইংল্যান্ড সিরিজের শেষ তিনটি টেস্টের স্কোয়াডে নাম নেই শ্রেয়স আইয়ারের। শ্রেয়স দ্বিতীয় টেস্টের পরেই পিঠ ও কুঁচকির সমস্যার কথা জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে। শেষ ৩টি টেস্ট থেকে তিনি ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়।
চোট পেয়ে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলকে শেষ তিনটি টেস্টের ১৭ জনের স্কোয়াডে জায়গা করে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। তবে শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ তারকার মাঠে নামার উপরে। লোকেশ ও জাদেজাকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁরা মাঠে নামার জন্য বিবেচিত হবেন।
উল্লেখযোগ্য বিষয় হল, লোকেশ ও জাদেজা ছিটকে যাওয়ার পরে জাতীয় নির্বাচকরা সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছিলেন। সৌরভ কুমার শেষ তিনটি টেস্টের স্কোয়াডে জায়গা পাননি। তবে ধরে রাখা হয়েছে সরফরাজ ও ওয়াশিংটনকে। বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হওয়া রজত পতিদারও জায়গা ধরে রেখেছেন শেষ তিনটি টেস্টের স্কোয়াডে। লোকেশ ও জাদেজা যদি তৃতীয় টেস্টে মাঠে নামতে না পারেন, তবে রাজকোটে টেস্ট অভিষেক হতে পারে সরফরাজ খানের।