চমকপ্রদভাবে ভারতের টেস্ট দলে আবির্ভাব ঘটে সরফরাজ খানের। তবে মিডল অর্ডারে ট্র্যাফিক জ্যামের জন্য পরবর্তী সময়ে প্রথম একাদশের বাইরে চলে যেতে হয় মুম্বইয়ের তারকা ব্যাটারকে। ক্রমশ স্পটলাইটের আড়ালে চলে যাচ্ছিলেন সরফরাজ। নিলামে অবিক্রিত থাকায় আইপিএলে নজর কেড়ে চর্চায় থাকার সুযোগও হয়নি তাঁর। তবে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে আসন্ন ইংল্যান্ড সফরকে পাখির চোখ করছেন সরফরাজ।
আসলে ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। যার অর্থ, টপ-মিডল অর্ডারে ২টি জায়গা ফাঁকা। প্রথম একাদশে একসঙ্গে একজোড়া খালি সিটই উদ্দীপ্ত করছে সরফরাজকে। এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চান না তিনি। সেই লক্ষ্যে নিজেকে কঠোর প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছেন সরফরাজ।
ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে সরফরাজের জায়গা হয় কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি ভারতীয়-এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে উড়ে যাচ্ছেন টেস্ট সিরিজের আগেই। এ-দলের হয়ে নজর কাড়তে পারলে যে টেস্ট দলের প্রথম একাদশের দরজাও খুলে যাবে, সেটা ভালো মতোই বোঝেন সরফরাজ।
স্পোর্টস টুডের খবর অনুযায়ী সরফরাজ নিজের ফিটনেসের দিকে কড়া নজর দিয়েছেন। তিনি ইতিমধ্যেই ১০ কেজি ওজন কমিয়েছেন বলে খবর। সুতরাং, গোলগাল সরফরাজকে ইংল্যান্ড সফরে অনেক ঝরঝরে দেখাবে সন্দেহ নেই।
শুধু ফিটনেসেই নয়, বরং ব্যাটিং স্কিলের দিকেও নজর রয়েছে সরফরাজের। ব্যাটিং স্কিলে শান দিতে দিনে ২ বার করে নেটে অনুশীলন সারছেন সরফরাজ। ইংল্যান্ডের পিচে শুধু বাউন্স নয়, বরং ব্যাটারদের বেশি করে বিব্রত করে পেসারদের সুইং। সেই কারণেই অফ স্টাম্পের বাইরের বল যথাযথভাবে সামলানোর অভ্যাস করছেন সরফরাজ, এমনটাই খবর।
সফরাজ খানের টেস্ট কেরিয়ার
সরফরাজ খান এখনও পর্যন্ত ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেছেন। ১১টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন ৩৭১ রান। ব্যাটিং গড় ৩৭.১০। স্ট্রাইক-রেট ৭৪.৯৪। সরফরাজ ইতিমধ্যেই টেস্টে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫০ রানের।