১৮ বছর পরে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফের সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট ম্যাচে একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হল ভারতের দুই ক্রিকেটারের।
দুই অভিষেককারী ধ্রুব জুরেল ও সরফরাজ খান। ছবি- বিসিসিআই।
শুভব্রত মুখার্জি:- বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের রাজকোট টেস্ট। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ এটি। প্রথম দুই টেস্টের পরে সিরিজের ফল রয়েছে ১-১। এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় টেস্ট আলাদাভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই টেস্ট জিতলেই সেই দেশ সিরিজে লিড নেবে। এরপর থাকবে আর মাত্র দুটি টেস্ট। ফলে সিরিজের ফলাফল নির্ণয়ে গুরুত্বপূর্ণ এই টেস্টের ফলাফল।
এই টেস্টে ভারত কয়েকটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পাশাপাশি দলে এসেছেন দুই নয়া ক্রিকেটার, যাঁদের এই রাজকোট টেস্টেই অভিষেক হল। একসঙ্গে এক টেস্টে দুই ক্রিকেটারের এই অভিষেক ঘটনাচক্রে মিলিয়ে দিল আজ থেকে ১৮ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার সঙ্গে।
রাজকোট টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন সরফরাজ খান এবং অপরজন ধ্রুব জুরেল। ঘটনাচক্রে দীর্ঘদিন জাতীয় টেস্ট দলের দরজায় ধাক্কা দিয়েও ভাগ্যে শিঁকে ছেঁড়েনি তাঁর। রঞ্জিতে পরপর কয়েক মরশুম ব্যাট হাতে অস্বাভাবিক ধারাবাহিকতা দেখানোর পরে অবশেষে রাজকোট টেস্টে অভিষেক হয়েছে সরফরাজের।
একই সঙ্গে অভিষেক হয়েছে ধ্রুব জুরেলেরও। এই ঘটনা আজ থেকে ১৮ বছর আগে ভারতের হয়ে টেস্টে ঘটেছিল। ঘটনাচক্রে সেইবারও এই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচেই। সেবার ভারতের হয়ে অভিষেক হয়েছিল পীযূষ চাওলা এবং মুনাফ প্যাটেলের।
প্রসঙ্গত শেষবার যখন ভারতের হয়ে এক টেস্টে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছিল, সেই সময়ে ভারত তাদের প্রথম টি-২০ ম্যাচও খেলেনি। এর ঠিক একবছর বাদে ভারত তাদের প্রথম টি -২০ ম্যাচ খেলেছিল।
ঘটনাচক্রে ২০০৭ সালে প্রথমবার আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ঘটনার এক দশক বাদে ফের টেস্ট ক্রিকেটের এক ম্যাচেই সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হল দুই ক্রিকেটারের।
প্রথম দিন সরফরাজ খান অবশ্য ব্যাট করার সুযোগ পেয়েছেন। তিনি একটি দুর্দান্ত অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। মাত্র ৪৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে দিনের একেবারে শেষভাগে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরতে হয়েছে তাঁকে। এদিন ৬৬ বল খেলে তিনি করেছেন ৬২ রান। ৯টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। প্রথম দিনে ধ্রুব জুরেল অবশ্য নামার সুযোগ পাননি।