বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 1st Test: ভারতে এসে সব থেকে বেশি টেস্ট জয়, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের যুগ্ম রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড
পরবর্তী খবর
IND vs ENG 1st Test: ভারতে এসে সব থেকে বেশি টেস্ট জয়, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের যুগ্ম রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2024, 10:24 AM ISTAbhisake Koley
Most Test Win In India Against India: ভারত সফরে এসে সব থেকে বেশি টেস্ট হেরেছে কোন দল? চোখ রাখুন পরিসংখ্যানে।
উচ্ছ্বসিত ব্রিটিশ তারকারা। ছবি- পিটিআই।
ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে চলতি সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নেওয়া মাত্রই দুর্দান্ত এক দলগত রেকর্ড গড়ে ইংল্যান্ড। এমন এক নজির গড়ে ফেলে ব্রটিশরা, যে কৃতিত্ব এদেশে আর কোনও সফরকারী দলের নেই। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি টেস্ট ম্য়াচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে ইংল্যান্ড।
হায়দরাবাদের জয়টি ছিল ভারত সফরে এসে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ১৫তম টেস্ট জয়। এই নিরিখে তারা টপকে যায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে। এতদিন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের দখলে। এবার এককভাবে সেই নজির ছিনিয়ে নেয় ব্রিটিশরা।
উল্লেখ্য, ভারতে এসে ভারতের বিরুদ্ধে মোট ১৪টি করে টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই দু'দলের থেকে ভারতের মাটিতে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। ভারত সফরে এসে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ৬৫টি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্য়ান্ড। তারা জিতেছে ১৫টি টেস্ট, হেরেছে ২২টি। ২৮টি টেস্ট ড্র হয়েছে।
অস্ট্রেলিয়া ভারতে এসে ভারতের বিরুদ্ধে ৫৪টি টেস্ট খেলেছে। তারা ১৪টি টেস্ট জেতার পাশাপাশি ২৩টি টেস্টে পরাজিত হয়েছে। টাই হয়েছে ১টি টেস্ট এবং ১৬টি ম্য়াচ ড্র হয়েছে।
শ্রীলঙ্কা ভারত সফরে এসে ২২টি টেস্ট ম্যাচ খেললেও এখনও কোনও ম্যাচ জিততে পারেনি তারা। ড্র করেছে ৯টি ম্যাচ। ভারত সফরে এসে এখনও পর্যন্ত কোনও টেস্ট জেতেনি আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবোয়েও। ভারত সফরে এসে আফগানিস্তান ১টি, বাংলাদেশ ৩টি ও জিম্বাবোয়ে ৫টি টেস্ট খেলেছে। জিম্বাবোয়ে ১টি টেস্ট ড্র করে এদেশে।