Gautam Gambhir receives death threat from ISIS Kashmir: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ এবং প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’-এর পক্ষ থেকে গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি পাওয়ার পরেই নাকি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ।
গৌতম গম্ভীর বুধবার রাজেন্দর নগর থানার এসএইচও এবং দিল্লি পুলিশের সেন্ট্রাল ডেপুটি কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়েরের অনুরোধ করেছেন। গম্ভীর অনুরোধ করেছেন, তার এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন … ১০৩টে ক্যাচ মিস! শেষ ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ ফিল্ডিং হয়নি, চিন্তায় উদ্যোক্তারা
রিপোর্টে জানা গেছে, ২২ এপ্রিল গম্ভীর দুটি ইমেল পেয়েছেন। একটি দুপুরে এবং অপরটি সন্ধ্যায়। এই ইমেলে লেখা ছিল ‘IKillU’। উল্লেখ্য, এই প্রথম নয়, ২০২১ সালের নভেম্বরে যখন গৌতম গম্ভীর সাংসদ ছিলেন, তখনও তিনি একই ধরনের হুমকির ইমেল পেয়েছিলেন।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে ‘আইএসআইএস কাশ্মীর’ নামে সংগঠন থেকে পাওয়া কথিত মৃত্যুর হুমকি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা এসেছে বলে আমাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। গৌতম গম্ভীর ইতিমধ্যেই দিল্লি পুলিশের সুরক্ষাভুক্ত ব্যক্তি। নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা কোনও মন্তব্য করি না।’
আরও পড়ুন … পাকিস্তানের সঙ্গে ICC-র কোনও টুর্নামেন্টেও খেলবে না ভারত? BCCI-এর বড় পদক্ষেপ
প্রাক্তন বিজেপি সাংসদ গম্ভীর বুধবার দিল্লি পুলিশের কাছে গিয়ে দ্রুত পদক্ষেপের আবেদন করেন। তিনি রাজিন্দর নগর থানার এসএইচও এবং সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি)-এর কাছে একটি এফআইআর দায়েরের আবেদন জানান। একইসঙ্গে তিনি তার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও অনুরোধ করেন।
এরই মাঝে মঙ্গলবার (২৩ এপ্রিল) গম্ভীর এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করেন। পর্যটকদের ওপর যেভাবে জঙ্গি হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছিলেন গৌতম গম্ভীর। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছেন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন … ভিডিয়ো: PSL 2025-এ ইফতিখারের বিরুদ্ধে চাকিং-এর অভিযোগ তুললেন মুনরো, রেগে লাল রিজওয়ান
গম্ভীর তাঁর পোস্টে লিখেছিলেন, ‘প্রাণ হারানোদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জবাব দিতেই হবে। ভারত প্রতিশোধ নেবেই।’ এরপেরই হয়তো প্রাণনাশের হুমকি পেয়েছিলে গৌতম গম্ভীর।