পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে ভারতের ক্রিকেটমহল। সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, মহম্মদ সিরাজের মতো তারকা ক্রিকেটাররা এই ঘটনার নিন্দা করেছেন। নীরব থাকেননি শুভমন গিল, পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, কে.এল. রাহুল এবং মহম্মদ শামিরাও। গম্ভীর জানিয়েছিলেন পাকিস্তান খুব শীঘ্রই এর জবাব পাবে। কংগ্রেস নেত্রী শামা মহম্মদের মত, পাকিস্তানের সঙ্গে আলোচনা, বাণিজ্য, ক্রিকেট ও বিনোদন সবকিছুই বন্ধ করে দেওয়া উচিত।
আরও পড়ুন … ভিডিয়ো: PSL 2025-এ ইফতিখারের বিরুদ্ধে চাকিং-এর অভিযোগ তুললেন মুনরো, রেগে লাল রিজওয়ান
এই প্রেক্ষিতে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার কাছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করা উচিত কি না এই বিষয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি পুরো দায়িত্ব ঠেলে দিয়েছেন আইসিসি-র কোর্টে। পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার পরে বিসিসিআই কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে আতসবাজির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। ওই ম্যাচে চিয়ারলিডারদের উপস্থিতিও ছিল না। ম্যাচ শুরুর আগে পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। দু’দলের ক্রিকেটার এবং আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামেন। দুই দলের ক্যাপ্টেনের গলাতেও এই ঘটনার তীব্র প্রতিবাদ দেখা গিয়েছে।
আরও পড়ুন … NC Classic javelin event: ভারতে আসবেন না আরশাদ! নীরজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন
এই পরিস্থিতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটির পূর্ণ সমর্থন করব। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। আইসিসি-র টুর্নামেন্টে আমাদের খেলতে বাধ্য হতে হয়, কিন্তু আইসিসিও জানে কী ঘটেছে, তাই তাদেরও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’
আরও পড়ুন … কেন জার্সিতে ‘চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি’ লিখতে দেওয়া হল না? নীতু সরকারের বড় অভিযোগ
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এই শোকাবহ সময়ে গোটা ক্রিকেটবিশ্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে।’ তিনি আরও বলেন, ‘এই নৃশংস সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গোটা ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে আমরা এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।’ উল্লেখ্য, এই নারকীয় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।