পাকিস্তানের অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিম বুধবার বলেছেন যে তিনি নীরজ চোপড়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন, যিনি তাঁকে ২৪ মে বেঙ্গালুরুতে আয়োজিত এনসি ক্লাসিক জ্যাভেলিন প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিলেন। কারণ এই ইভেন্টটি তার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সময়ে অনুষ্ঠিত হবে। এদিকে ভারত সরকারের তরফ থেকে নেওয়া কড়া সিদ্ধান্ত যেখানে বলা হয়েছে পাকিস্তানের কাউকে ভিসা দেওয়া হবে না। এরপরে নাদিমের ভারতে আসার সম্ভাবনা একেবারেই শেষ হয়েছে।
তবে নীরজ চোপড়ার আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাদিম। তিনি বলেন, ‘(এনসি) ক্লাসিক ইভেন্ট ২০ মে (মূল প্রতিযোগিতা ২৪ মে) থেকে শুরু হচ্ছে, আর আমি ২২ মে কোরিয়ার উদ্দেশে রওনা হব এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য।’
তিনি আরও জানান, ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোরিয়ার গুমি শহরে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপের জন্য তিনি কঠোর অনুশীলনে ব্যস্ত আছেন। সোমবার নীরজ চোপড়া জানান যে তিনি নাদিমকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
আরও পড়ুন … কেন জার্সিতে ‘চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি’ লিখতে দেওয়া হল না? নীতু সরকারের বড় অভিযোগ
নীরজ চোপড়া বলেন, ‘আমি আরশাদকে আমন্ত্রণ জানিয়েছি, এবং সে বলেছে যে তার কোচের সঙ্গে আলোচনা করে জানাবে। আপাতত, সে এখনও নিশ্চিত করেনি সে অংশ নেবে কি না।’
এদিকে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে। মোদী সরকারের নেওয়া বেশকিছু সিদ্ধান্তের মধ্যে পাকিস্তানের কোনও নাগরিকরকে ভিসা দেওয়া হবে না। ফলে আরশাদের ভারতে আসার সম্ভাবনা একেবারেই শেষ হয়েগিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … Kalinga Super Cup 2025-এ বড় অঘটন! ISL এর রানার্স-আপ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশি
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভেলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছিলেন, যা একটি অলিম্পিক রেকর্ড। সেখানে নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার ছুঁড়ে রৌপ্য পদক জিতেছিলেন।
নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম আসরই হতে চলেছে তারকাময়, যেখানে গ্রেনাডার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্দারসন পিটার্স এবং ২০১৬ অলিম্পিকের সোনাজয়ী জার্মানির থমাস রোলার অংশ নিচ্ছেন।
আরও পড়ুন … শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন DC-র কেএল রাহুল
এছাড়াও, ২০১৬ সালের রিও অলিম্পিক্সের রুপোর পদক বিজয়ী এবং ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন কেনিয়ার জুলিয়াস ইয়েগো, এবং চলতি মৌসুমে ৮৭.৭৬ মিটার নিক্ষেপ করে শীর্ষে থাকা আমেরিকার কার্টিস থম্পসনের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এই প্রতিযোগিতাকে ‘ক্যাটাগরি A’ মর্যাদা দিয়েছে। এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছেন নীরজ চোপড়া ও জেএসডব্লিউ স্পোর্টস, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) ও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সহযোগিতায়। এতে বিশ্বের শীর্ষস্থানীয় ও ভারতীয় জ্যাভেলিন থ্রোয়াররা অংশ নেবেন।