আইপিএল ২০২৫ মরশুমটা চেন্নাই সুপার কিংসের জন্য অত্যন্ত হতাশার হয়ে দাঁড়িয়েছে। ১১টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে তারা। বাকি ৯ ম্যাচ হেরেছে। শনিবার (৩ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও হেরে যায় সিএসকে। তবে জয়ের দরজা থেকে কার্যত ম্যাচ হারে চেন্নাইয়ের দল। শেষ ওভারের লড়াইয়ে মাত্র ২ রানে ম্যাচ হারে চেন্নাই সুপার কিংস। তবে সিএসকে ম্যাচ হারলেও, এদিন দলের তরুণ ওপেনার আয়ুষ মাত্রে নজর কেড়েছেন। তবে আফসোস, তিনি ৬ রানের জন্য সেঞ্চুরি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি ৪৮ বলে ৯৪ রানে আউট হয়ে যান।
আয়ুষের ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে। বীরেন্দ্র সেহওয়াগও তাঁর প্রশংসার পঞ্চমুখ এবং তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছেন যে, পরের মরশুমে তাঁকে প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে। আরসিবি-র বিপক্ষে আয়ুষ তাঁর দুরন্ত ইনিংসের হাত ধরে সঞ্জু স্যামসনের রেকর্ডও ভেঙে দিয়েছেন এবং আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭ বছরের আয়ুষ।
আরও পড়ুন: হয়তো পরের বছরও IPL খেলবে ও… ধোনির ছেলেবেলার কোচই এবার বড় দাবি করলেন শিষ্যের অবসর প্রসঙ্গে
নিজের সেঞ্চুরি নয়, দলের কথা ভেবে খেলেছেন আয়ুষ
সেহওয়াগ ক্রিকবাজে বলেছেন যে, আয়ুষ যে বলে আউট হয়েছিলেন, সেই সেই শটটি মিস করেছেন তিনি। নাহলে সেটি একটি ছক্কা হত। বোলার একটি ধীরগতির কাটার বল করেছিলেন এবং যদি এটি ব্যাটের মাঝখানে লাগত, তবে এটি ছয় হত। তাঁর দাবি, ‘ওকে যে বলটি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী খেলেছে। ও ওর শট মিস করেছে, না হলে, এটি এমন একটি বল ছিল, যা ছক্কা মারার জন্য আদর্শ ছিল।’
বীরু আরও বলেছেন যে, মাত্রের মানসিকতা ইতিবাচক ছিল এবং ওভারের শুরু থেকেই তিনি আক্রমণাত্মক ভাবে খেলতে চেয়েছিলেন। যদি তিনি নিজের সেঞ্চুরির কথা ভাবতেন, তাহলে সম্ভবত এত ঝুঁকিপূর্ণ শট খেলতেন না। সেহওয়াগের সাফ বক্তব্য, ‘যদি ও ওর শতরানের কথা ভাবত, তাহলে ও ওই শটটাই খেলত না। এর মানে হল, ও ওভারের শুরুতেই বাউন্ডারি পেতে চেয়েছিল- ও দলের কথা ভাবছিল।’
পরের মরশুমে হয়তো প্রথম ম্যাচ থেকেই খেলবেন আয়ুষ
আগামী বছর হয়তো মাত্রেকে প্রথম ম্যাচ থেকেই সিএসকে-র জার্সিতে খেলতে দেখা যাবে। যেমনটা রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ঘটেছিল। রুতুরাজও একই ভাবে দলে ছিলেন। কিন্তু খেলার সুযোহ পাচ্ছিলেন না, তার পর শেষ ৩-৪ ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন, এবং রান করে সেই ম্যাচগুলোতে নিজেকে প্রমাণ করেছিলেন। পরের মরশুম থেকে তিনি শুরু থেকেই সুযোগ পান। এর পর তিনি দলের একজন নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেন। এখন তো রুতুরাজকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।