আরও একটি হার। চেন্নাই সুপার কিংসের হারের পরিসংখ্যান যেন আর বদলাবে না। তারা একের পর এক ম্যাচ হেরেই চলেছে। অধিনায়ক বদল হয়ে গেলেও, আইপিএলের ২০২৫ মরশুমে সিএসকে-র হারের ধারার কোনও পরিবর্তন হল না। শনিবার (৩ মে) তারা হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এদিন টানটান উত্তেজনার ম্যাচে আরসিবি-র কাছে মাত্র ২ রানে হেরে বসে সিএসকে। আর এই হারের পর নিজের ঘাড়ে সব দোষ তুলে নেন সিএসকে-র বর্তমান অধিনায়ক এমএস ধোনি।
‘দায় আমার’
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হতাশ ধোনি সাফ বলে দেন, ‘আমার মনে হয়েছে, আমার আরও কয়েকটি শট মারা উচিত ছিল, এবং চাপ কমানো উচিত ছিল, তাই এই হারের জন্য আমি দায় নেব। দোষ আমার।’
‘শেফার্ডকে থামানো কঠিন ছিল’
এদিন ডেথ ওভার বিশেষ করে, শেষ দুই ওভারে ম্যাচের রং একেবারে বদলে দেন রোমারিও শেফার্ড। ১৮তম ওভারের চতুর্থ ওভারে রজত পাতিদার আউট হলে, সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শেফার্ড। তিনি ১৯ এবং ২০তম ওভারে এমন ঝড় তোলেন যে, খেই হারিয়ে ফেলে সিএসকে। প্রথম খলিল আহমেদকে পিটিয়ে ৩৩ রান নেন ১৯তম ওভারে। এর পর শেষ ওভারে মাথিশা পাথিরানাকে ছাতু করে নেন আরও ২৬ রান। যার নিটফল, ১৪ বলে হাফসেঞ্চুরি করে আরসিবি-কে ২১৩/৫ রানে পৌঁছে দেন শেফার্ড। উইন্ডিজ তারকা ঝড় না তুললেন, আরসিবি খুব বেশি হলে ১৭০-১৮০ রান হয়তো করত।
ম্যাচের পর ধোনি বলেন, ‘ডেথ ওভারে শেফার্ড দুর্দান্ত ব্যাট করেছে, আমরা যেভাবেই বল করতাম না কেন, ও সর্বোচ্চ রানের জন্য এরকম ভাবেই ব্যাট করত। ওকে থামানো কঠিন ছিল।’
‘আরও বেশি ইয়ার্কার অনুশীলন করতে হবে’
কোথায় শেফার্ডকে আটকাতে ব্যর্থ হয়েছে তাঁর দলের বোলাররা? সেই ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, ‘তবে আমাদের আরও ইয়র্কার অনুশীলন করতে হবে। প্রায়শই, যখন ব্যাটসম্যানরা মারতে শুরু করে, তখন আপনাকে ইয়র্কারের উপর নির্ভর করতে হয়। যদি আপনি ইয়র্কারে বল না করতে পারেন, তাহলে নিচু ফুল টসই পরবর্তী সেরা বিকল্প। পাথিরানার মতো একজন, ওর গতি আছে, বাউন্সারও করতে পারে, এবং যদিও ইয়র্কার মিস করে, তাহলে ব্যাটসম্যান তো মারার সুযোগ পেয়েই যাবে।’
‘ভালো ব্যাটিং হয়েছে’
এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ২১১ রানে থেকে যায় সিএসকে-র ইনিংস। মাত্র ২ রানে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে। ম্যাচের পর ধোনি অবশ্য ব্যাটিং বিভাগ নিয়ে মোটের উপর সন্তুষ্ট। বলেও দেন, ‘সব ব্যাটসম্যান প্যাডেল শট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আধুনিক যুগে ব্যাটসম্যানদের যএটা অনুশীলন করা উচিত। আমাদের দলেরও বেশির ভাগ ব্যাটসম্যান এটি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। জাদেজা সেই শটটি খেলছিল বটে, তবে ও গ্রাউন্ড শটগুলিকে বেশি খেলছিল। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা একটু পিছিয়েই ছিলাম। কিন্তু এই ম্যাচে একটি বিভাগ হিসেবে খুব ভালো ব্যাটিং হয়েছে।’