গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে আসার পর থেকে টেস্টে টিম ইন্ডিয়ার পারফরমেন্স একদমই ভালো নয়। ওডিআইতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আর টি২০তে রাহুল দ্রাবিড় যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই সূর্যকুমার যাদবরা খেলাটা ধরে নিয়েছেন, অর্থাৎ টি২০তেও টিম ইন্ডিয়ার পারফরমেন্স বেশ ভালোই। টি২০তে ১৩টা ম্যাচের মধ্যে ১১টাতেই জিতেছেন গৌতি, আর ওডিআইতে ১১টার মধ্যে ৮টি ম্যাচে জিতেছেন কোচ হিসেবে গম্ভীর। কিন্তু টেস্টে তাঁর কোচিং একদমই ভালো নয়। বাংলাদেশকে ২-০ তে হারালেও এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতেই হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ফলে সিরিজ হারের পর আপাতত ইংল্যান্ডেও ১-২তে পিছিয়ে রয়েছে ভারত।
টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখেই হরভজন সিং একটি বার্তা দিলেন বিসিসিআইকে। তিনি ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় লাল বল এবং সাদা বলের ক্ষেত্রে আলাদা কোচ রাখা উচিত। এই পন্থা নেওয়া যেতেই পারে। কারণ আলাদা ফরম্যাটে আলাদা দল অনেক সময়ই দেখা যাচ্ছে। তাই স্প্লিট কোচিং করা গেলে, ভালোই হয়। আর সেটা হলে, কোচদের ওয়ার্কলোডও কমবে। ’
ভাজ্জি আরও বলছেন, ‘প্রত্যেক কোচেরই সিরিজের আগে প্রস্তুতি হওয়ার জন্য সময় লাগে। যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট। তাই সাদা বল হোক বা লাল বল, কোচদের সব সময়ই একটু সময় দেওয়া দরকার। এবার কোনও কোচকে গোটা বছর ধরেই চাপ দেওয়া উচিত না। কারণ কোচদেরও পরিবার রয়েছে। এবার সারা বছর পরিবার নিয়ে বিদেশে যাওয়া সম্ভব নয়, তাই আমার মনে হয় সাদা বল আর লাল বলের ক্ষেত্রে কোচিংটা আলাদ করে দেওয়া যেতে পারে ’