শুধু জসপ্রীত বুমরাহই নয়, আরেক পেসারের ‘ওয়ার্কলোড’ নিয়েও চিন্তিত ভারতের কোচিং স্টাফ রায়ান টেন দুশখাতে। আসলে জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড নিয়ে আলোচনা নতুন নয়। ইংল্যান্ড সফর শুরুর আগেই ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহ কেবল তিনটি ম্যাচ খেলবেন। সেই পরিকল্পনা অনুযায়ী, এজবাস্টন টেস্টে খেলেননি বুমরাহ এবং পঞ্চম টেস্টেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
তবে শুধু জসপ্রীত বুমরাহ নন, কোচদের মতে আরেকজন বোলারের ওয়ার্কলোডও এখন থেকেই খুব সতর্কভাবে ম্যানেজ করা দরকার—তিনি হলেন মহম্মদ সিরাজ। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বৃহস্পতিবারের এক প্রেস কনফারেন্সে বলেন, ‘মহম্মদ সিরাজের মতো একজন বোলারের ওয়ার্কলোডও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ ও এমন একজন, যে সবসময় অতিরিক্ত ওভার বল করার জন্য প্রস্তুত থাকে, যেমনটা লর্ডস টেস্টের পঞ্চম দিনে স্টোকস করেছিলেন।’
মহম্মদ সিরাজকে ‘সিংহ’ আখ্যা দিয়ে রায়ান টেন দুশখাতে বলেন, ‘আমরা বুঝতেই পারি না, আমাদের কী সৌভাগ্য যে এমন একজন খেলোয়াড় আমাদের দলে আছে। হয়তো প্রত্যাশামতো উইকেট সব সময় পায় না, কিন্তু তার হৃদয়টা একেবারে সিংহের মতো। যখনই বল হাতে নেয়, মনে হয় কিছু একটা ঘটবেই।’ এই ডাচ কোচ আরও নিশ্চিত করে জানিয়েছেন, চতুর্থ টেস্টে (ম্যানচেস্টারে) বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে না।’
রায়ান টেন দুশখাতে বলেন, ‘আমরা জানি, শেষ দুটো টেস্টের মধ্যে একটি ম্যাচে বুমরাহ খেলবে। এখন যেহেতু সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ম্যাঞ্চেস্টারে, তাই বুমরাহকে খেলানোর দিকে ঝুঁকবে দল।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের দেখতে হবে, ম্যাঞ্চেস্টারে কতদিন খেলা হবে, সেই ম্যাচ জেতার সবচেয়ে ভালো সুযোগ কী, এবং এই সিদ্ধান্ত ওভালের ম্যাচের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। সিরিজের শেষ দুটি ম্যাচকে একটা সামগ্রিক চিত্র হিসেবে দেখে আমরা সিদ্ধান্ত নেব।’