বর্ডার গাভাসকর ট্রফিতে পিছিয়ে ভারত। ২০১৪-১৫ সালের পর ফের সিরিজ নিজেদের নামে করার সুযোগ অস্ট্রেলিয়ার কাছে। তবে হার মানতে নারাজ ভারতীয় শিবিরও। শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট। তার আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। এদিন সেখানেই এক অন্য ছবি দেখা গেল। দীর্ঘক্ষণ জসপ্রীত বুমরাহের সঙ্গে কথা বললেন কোচ গৌতম গম্ভীর, দু’জনকেই যথেষ্ট সিরিয়াস দেখাচ্ছিল। অন্যদিকে এদিন অনুশীলনে ওয়ার্ম আপ করতে দেখা যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজাকে। এছাড়াও শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দরকেও নিজেদের মধ্যে ফিল্ডিং প্র্যাক্টিস করতে দেখা যায়।
এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহের সঙ্গে আলোচনার পর প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলেছেন গম্ভীর। আর এরপরেই নতুন করে মাথা চারা দিয়েছে জল্পনা। অনেকেই এই ঘটনার সঙ্গে সম্প্রতি প্রকাশিত ভারতীয় শিবিরের অন্দরে যে অস্থির পরিবেশ চলছে তার যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তবে আগেই গম্ভীর এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যেই আলোচনা হয় তা ড্রেসিংরুমেই থাকা উচিত। কড়া কথার আদান-প্রদান হয়ে থাকতে পারে, তবে অস্থির পরিবেশের যেই রিপোর্টগুলি শোনা যাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি আরও যোগ করেছিলেন, ‘ড্রেসিংরুমে যতদিন সততা থাকবে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। একমাত্র পারফরম্যান্স যা আপনাকে ভারতীয় দলে জায়গা করে দেয়। এখানে সৎ এবং সততা কথা দুটি গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত একমাত্র পার্থে প্রথম টেস্টে জয় পেয়েছিল তারা। অ্যাডিলেড এবং মেলবোর্নে পরাজিত হতে হয় ভারতকে। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছিল। এখন সিরিজের শেষ টেস্ট ম্যাচটি জিতে ড্র করতে মরিয়া ভারত। টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় মাথা ব্যাথার বিষয় হল রোহিত শর্মা, বিরাট কোহলিদের খারাপ ফর্ম। লাগাতার টপ অর্ডারের ব্যর্থতার কারণে শেষ ৭ টেস্ট ম্যাচের মধ্যে ৬টিতেই হারতে হয়েছে ভারতকে। অধিনায়ক হিসেবে শেষ ৬টি টেস্টের ৫টিতেই হারের মুখ দেখেছে রোহিত। পার্থে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। কঠিন পরিস্থিতিতে তাঁকে ফের একবার অধিনায়ক করার দাবি উঠছে বিভিন্ন মহলে। অজি সফরে বল হাতে দারুন ছন্দে রয়েছেন তিনি। ৮ ইনিংসে ৩০ উইকেট নিয়েছেন এই ভারতীয় পেসার।